সায়মন লভে

ব্রিটিশ-আমেরিকান স্নায়ুবিজ্ঞানী

সায়মন লভে (১৯৪৩ সালের ২৮ আগস্ট) হচ্ছেন একজন ব্রিটিশ-আমেরিকান স্নায়ুবিজ্ঞানী। তিনি মস্তিষ্কের গঠন এবং যৌন অভিমুখিতার উপর তার কাজ ও গবেষণার জন্য বিখ্যাত।

সায়মন লভে
২০১০ সালের টেক্সাস বইমেলায় সায়মন লভে
জন্ম (1943-08-28) ২৮ আগস্ট ১৯৪৩ (বয়স ৮১)
অক্সফোর্ড, ইংল্যাণ্ড
মাতৃশিক্ষায়তনক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় (B.A.)
গটিংগ্যান বিশ্ববিদ্যালয় (PhD)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রস্নায়ুবিজ্ঞান, স্নায়ুজীববিজ্ঞান, মানব যৌনতা
প্রতিষ্ঠানসমূহহার্ভার্ড মেডিক্যাল বিদ্যালয়
সক ইন্সটিটিউট
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

সায়মন ১৯৪৩ সালের ২৮ আগস্ট ইংল্যান্ডের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন। তিনি প্রকাশ্যে নিজেকে সমকামী বলতেন।[]

শিক্ষা এবং পেশা

সম্পাদনা

সায়মন ১৯৭৪-১৯৮৪ পর্যন্ত হার্ভার্ড মেডিক্যাল স্কুলে নিউরোবায়োলজির নিয়ে কাজ করেছেন। তিনি এরপর ১৯৮৪-১৯৯৩ পর্যন্ত সক ইনস্টিউট ফর বায়োলজিক্যাল রিসার্চে কাজ করেছেন। তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞানের সহকারী অধ্যাপক ছিলেন। প্রথমদিকে তার কাজগুলো প্রাণি বিশেষ করে বিড়ালের ভিজুয়াল কর্টেক্সের উপর ছিল। ২০০৩ সালে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং মানব যৌনতা পাঠের ডিরেক্টর (পরিচালক) ছিলেন।

আইএনএএইচ৩ নিয়ে গবেষণা

সম্পাদনা

১৯৯১ সালে সায়মন বিজ্ঞান জার্নালে "A difference in hypothalamic structure between heterosexual and homosexual men" (সমকামি ও বিসমকামী পুরুষের মধ্যে হাইপোথ্যালামিক গঠনে পার্থক্য) নামে নিবন্ধ প্রকাশ করেন। এই অনুচ্ছেদে বলা হয়েছে, সমকামী ও বিসমকামী পুরুষের মস্তিষ্কের এন্টেরিয়র হাইপোথ্যালামাসের ৩য় ইনারশিয়াল নিউক্লিয়াসে (INAH3) গড়পড়তায় পার্থক্য আছেঃ সমকামী পুরুষের তুলনায় বিসমকামী পুরুষে এটি দুইগুণ বড় হয়। সমকামী পুরুষের আইএনএএইচ৩ এর আকার নারীর সমান। সায়মন লিখেছিলেন যে; এই অন্বেষণ এটাই সূচিত করেছে যে আইএনএএইচ৩ যৌন অভিমুখিতার সাথে অন্ততপক্ষে পুরুষের জন্য ডিমরফিক (dimorphic) এবং এটাই প্রস্তাবনা করে যে, যৌন অভিমুখিতার একটি জৈব সাবস্ট্রেট আছে।" সায়মন আরো বলেন, "স্যাম্পলে থেকে দেখা যাওয়া, ব্যতিক্রমের অস্তিত্ব (বিষমকামী পুরুষে INAH3 নিউক্লি আকারে ছোট এবং সমকামী পুরুষে INAH3 আকারে বড়) এটাই সুচিত করে যে, যৌন অভিমুখিতার জন্য কেবল INAH3 এর আকার দায়ী নয়। প্রযুক্তিগত ভুলের কারণেও এই ব্যতিক্রমী ফলাফল আসতে পারে-এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।"[]

সায়মনের অন্বেষণ; বিস্তৃতিপরিসরে সংবাদমাধ্যমগুলোতে আলোচিত হয়।[] সায়মনের ভালোবাসার মানুষ এইডসে আক্রান্ত হয়ে মারা যান। শোকাছন্ন সায়মন; তাকে এবং সায়মনের সমকামিতাকে এই গবেষণার সাথে মুক্তভাবে সম্পর্কিত করেন।[] সায়মন ১৯৯৪ সালে সাক্ষাৎকারে তার অন্বেষণ নিয়ে ওঠা প্রশ্ন নিয়ে বলেন: " আমি কী খুঁজে পেয়েছি, তার তুলনায় এটা বেশি গুরুত্বপূর্ণ যে; আমি কী খুঁজে পাইনাই। আমি এটা প্রমাণ করি নাই, সমকামিতা জিনগত, বা জিনগত কারণে মানুষ সমকামী হয়। আমি এটা দেখানোর চেষ্টা করি নাই, সমকামী পুরুষ এভাবেই জন্মায়, মানুষ আমার গবেষণা নিয়ে সবচেয়ে সাধারণ এই ভুলটাই করছে। মস্তিষ্কের অভ্যন্তরে সমকামিতার কেন্দ্রস্থল অন্বেষণ করি নাই। যদি তুলনা করা হয়, তাহলে INAH3 এর- মস্তিষ্কের একক গে নিউক্লিয়াস হবার তুলনায় নিউক্লির শিকলের একটি অংশ: যা নারী পুরুষের যৌন স্বভাব নিয়ন্ত্রণ করে;- এমনটা হবার সম্ভাবনা বেশি।."[] কিছু সমালোচকরা সায়মনের পরিমাপ যথার্থ এবং নিখুত কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেন। তারা পর্যবেক্ষণে বলেন, টিস্যুর অংশে (স্লাইস) এই গঠন (স্ট্রাকচার) দেখা খুবই দুরূহ এবং সায়মন কোষের সংখ্যা গণণার পরিবর্তে এর ঘনত্ব পরিমাপ করেছেন।[] ন্যান্সি অরডোভার ( Nancy Ordover) লিখেছেন যে, সায়মন স্যম্পলের পরিমাণের স্বল্পতা এবং অপর্যাপ্ত যৌনতার ইতিহাস সংরক্ষণের জন্য সমালোচিত হন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Allen, Garland E. "The Double-Edged Sword of Genetic Determinism: Social and Political Agendas in Genetic Studies of Homosexuality, 1940–1994." In Science and Homosexualities. Ed. Vernon A. Rosario. New York: Routledge, 1997. 243–270"। Gendersex.net। ১১ মে ২০১১। ১৪ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৩ 
  2. LeVay S (1991). A difference in hypothalamic structure between homosexual and heterosexual men. Science, 253, 1034–1037.
  3. Angier, Natalie (30 August 1991). Zone of Brain Linked to Men's Sexual Orientation. New York Times
  4. Rosario, Vernon (1997). Science and Homosexualities. Routledge, আইএসবিএন ০-৪১৫-৯১৫০২-৩
  5. David Nimmons, "Sex and the Brain", Discover Magazine, March 1994, http://discovermagazine.com/1994/mar/sexandthebrain346/?searchterm=levay
  6. Barinaga, Marcia (30 August 1991). Is homosexuality biological? Science
  7. Ordover, Nancy (2003). American Eugenics: Race, Queer Anatomy, and the Science of Nationalism. University of Minnesota Press, আইএসবিএন ০-৮১৬৬-৩৫৫৯-৫

বহিঃসংযোগ

সম্পাদনা