সাম্যুয়েল দ্য শঁপল্যাঁ

ফরাসি নাবিক, অভিযাত্রী, মানচিত্রকর, নতুন ফ্রান্সের প্রতিষ্ঠাতা
(সামুয়েল দ্য শঁপল্যাঁ থেকে পুনর্নির্দেশিত)

সাম্যুয়েল দ্য শঁপল্যাঁ[৩] (ফরাসি: Samuel de Champlain, উচ্চারণ: [samyɛl ʃɑ̃plɛ̃]) (আনুমানিক ১৩ আগস্ট ১৫৬৭[১][Note ১][Note ২] – ২৫ ডিসেম্বর ১৬৩৫) ছিলেন একজন ফরাসি ঔপনিবেশিক, নাবিক, মানচিত্রবিদ, নকশাবিদ, সৈনিক, অনুসন্ধানী, ভূগোলবিদ, জাতিতত্ত্ববিদ, কূটনীতিক ও ইতিবৃত্তকার। তিনি অতলান্তিক মহাসাগরে ২১ থেকে ২৯টি সমুদ্রযাত্রা করেন[৪] এবং ১৬০৮ সালের ৩ জুলাই কেবেকনব্য ফ্রান্সের প্রতিষ্ঠা করেন। কানাডীয় ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব শঁপল্যাঁ তাঁর অনুসন্ধানকালে প্রথম নির্ভুল উপকূলীয় মানচিত্র তৈরি করেন এবং অসংখ্য ঔপনিবেশিক বসতি স্থাপন করেন।

সাম্যুয়েল দ্য শঁপল্যাঁ
জন্ম
সাম্যুয়েল শঁপল্যাঁ

(১৫৭৪-০৮-১৩)১৩ আগস্ট ১৫৭৪[১]
ব্রুয়াজ অথবা লা রশেল, ফ্রান্স
মৃত্যু২৫ ডিসেম্বর ১৬৩৫(1635-12-25) (বয়স ৬১)
অন্যান্য নাম"নতুন ফ্রান্সের জনক"
পেশানাবিক, মানচিত্রবিদ, সৈনিক, অনুসন্ধানকারী, প্রশাসনিক ও নতুন ফ্রান্সের ইতিবৃত্তকার
দাম্পত্য সঙ্গীএলেন বুলে (বি. ১৬১০)
স্বাক্ষর
সামুয়েল দ্য শঁপল্যাঁর দস্তখত

তথ্যসূত্র সম্পাদনা

  1. Fichier Origine
  2. Sébastien Janelle, 2019, The tomb of Samuel de Champlain and his treasure http://collections.banq.qc.ca/ark:/52327/bs4075441
  3. এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
  4. "Samuel de Champlain facts, information, pictures | Encyclopedia.com articles about Samuel de Champlain"www.encyclopedia.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০১-৩০ 


উদ্ধৃতি ত্রুটি: "Note" নামক গ্রুপের জন্য <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="Note"/> ট্যাগ পাওয়া যায়নি