সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

কলেজ
(সামসুল হক খান স্কুল এন্ড কলেজ থেকে পুনর্নির্দেশিত)

সামসুল হক খান স্কুল এন্ড কলেজ বাংলাদেশের ঢাকার ডেমরায় অবস্থিত একটি বেসরকারি স্কুল এবং কলেজ । এই কলেজটি "সামসুল হক খান কলেজ" নামে পরিচিত।

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ
ধরনবেসরকারি কলেজ
স্থাপিত১৯৮৯
অধ্যক্ষড. মাহবুবুর রহমান মোল্লা[১]
ঠিকানা
কোনাপাড়া,ডেমরা
, ,
শিক্ষাঙ্গনশহর
সংক্ষিপ্ত নামএস.এইচ.কে.এস.সি
অধিভুক্তিমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা [২]
ওয়েবসাইটwww.shksc.edu.bd
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ঢাকা শহর সংলগ্ন ডেমরার একটি শিক্ষাঙ্গন। [৩]

ডেমরা অঞ্চল দীর্ঘকাল ভাগ্যবিড়ম্বিত ছিল। শিক্ষার অভাব দূর করার জন্য গুচ্ছখানেক প্রতিষ্ঠান গড়ে উঠলেও ডেমরাবাসী হতাশামুক্ত হয়নি। তারই ফলশ্রুতিতে সামসুল হক খান জুনিয়র হাই স্কুলের গোড়াপত্তন হয়। মাতুয়াইলের বিশিষ্ট বিদ্যোৎসাহী ও জনহিতৈষী ব্যক্তিত্ব আলহাজ্ব সামসুল হক খান এই অক্ষয় অবদান রাখেন। কাদা পানির ধান খেতে ১৯৮৯ সালে ছোট একটি টিনশেডের ঘরে ডজন খানেক শিক্ষক হাতে নিয়ে সামসুল হক খান জুনিয়র হাই স্কুল বিদ্যাশিক্ষার দ্বার উন্মুক্ত করে। এই স্কুলের শিক্ষার্থী সংখ্যা ছিলো অনধিক একশত। [৪]

প্রতিষ্ঠানকে সম্প্রসারিত করতে গিয়ে ২০১৪ সালে খোলা হয়েছে ইংরেজি মাধ্যম।

অনুষদসমূহ সম্পাদনা

নিম্ন মাধ্যমিক

মাধ্যমিক

  • মানবিক
  • ব্যবসায়
  • বিজ্ঞান

উচ্চ মাধ্যমিক

  • মানবিক
  • ব্যবসায়
  • বিজ্ঞান

সহশিক্ষাকার্যক্রম সম্পাদনা

বিতর্ক, স্কাউটিং,[৫] বিজ্ঞান চর্চা, নৃত্য সংগীত, কম্পিউটার শিক্ষা, চিত্রকলা, সাহিত্য চর্চা, ইংরেজি ভাষা চর্চা এসব দিকেও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেশ এগিয়ে রয়েছে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ নির্বাচিত | ড. মাহবুবুর রহমান মোল্লা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কালের কণ্ঠ অনলাইন | ২৭ আগস্ট, ২০১৭ | ১৯:৫৩
  2. সামসুল হক খান স্কুল এন্ড কলেজ সারা দেশে নবম দৈনিক সংগ্রাম | রবিবার | ১৮ মে ২০১৪ | প্রিন্ট সংস্করণ
  3. ভিন্নধারার সামসুল খান স্কুল এন্ড কলেজ[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] দৈনিক ভোরের কাগজ | বৃহস্পতিবার | ২৬ মে ২০১৬
  4. প্রতিষ্ঠানের ইতিহাস ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ নভেম্বর ২০১৮ তারিখে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এর ওয়েবসাইট
  5. সামসুল হক খান স্কুল এন্ড কলেজ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ দৈনিক ইত্তেফাক | ২১ মে, ২০১৮ ইং