সাবিত্রী ব্রত

বিবাহিত হিন্দু নারীদের পালিত ব্রত

সাবিত্রী ব্রত বা সাবিত্রী অমাবস্যা হল একটি উপবাসের দিন, যা বিবাহিত হিন্দু মহিলারা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালন করে থাকে। এটি নেপাল, বাংলাদেশ ও ভারতের ওড়িশা, বিহার, উত্তর প্রদেশ রাজ্যে ব্যাপক পালিত হয়।[১][২]

সাবিত্রী ব্রত
সাবিত্রী যমরাজের কাছে সত্যবানের জীবন ভিক্ষা করছে।
অন্য নামবটসাবিত্রী ব্রত
পালনকারীবিবাহিত হিন্দু নারী
তারিখজ্যৈষ্ঠ অমাবস্যা
সম্পর্কিতসাবিত্রী ও সত্যবান

বিবাহিত হিন্দু মহিলারা যাদের স্বামী বেঁচে আছেন তারা অত্যন্ত শ্রদ্ধার সাথে ব্রত হিসাবে পালন করেন এবং তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করেন। শব্দটি বট-সাবিত্রী পূজার উৎপত্তি ও তাৎপর্যকে প্রতিফলিত করে। উপবাসটি সাবিত্রীকে উৎসর্গ করা হয়েছে, যিনি তার স্বামী সত্যবানকে মৃত্যুদেবতা যমের হাতে থেকে রক্ষা করেছিলেন।[৩]

মহারাষ্ট্র, গোয়া, গুজরাট, কর্ণাটক সহ অন্যান্য অঞ্চলে জ্যৈষ্ঠের পূর্ণিমা বট পূর্ণিমায় একই উৎসব পালন করা হয়।

কিংবদন্তী সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Sabitri Brata"। Sambad। ২৯ মে ২০২২। 
  2. Singha, Minati (৩১ মে ২০২২)। "Women observe Sabitri Brata"The Times of India 
  3. Src='https://Secure.gravatar.com/Avatar/3f2dcb95a573de299de80c1aee323996?s=32, <img Data-Lazy-Fallback="1" Alt=; #038;d=mm; Srcset='https://Secure.gravatar.com/Avatar/3f2dcb95a573de299de80c1aee323996?s=64, #038;r=g'; #038;d=mm; Says, #038;r=g 2x' Class='avatar Avatar-32 Photo' Height='32' Width='32' Loading='lazy' Decoding='async' /> তপন (২০২২-০৫-৩০)। "বট সাবিত্রী ব্রত : রিঙ্কি সামন্ত"PAGEFOUR, পেজ ফোর (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০৫ 

বহিঃসংযোগ সম্পাদনা