সাবিত্রী দেবী ( ১৮৮৭ সাল- ?) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন একজন ব্যক্তিত্ব, বিপ্লবী নেত্রী এবং অগ্নিকন্যা।

সাবিত্রী দেবী
জন্ম১৮৮৭ সাল
জাতীয়তাবাংলাদেশী
পেশারাজনীতিবিদ
পরিচিতির কারণব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা
রাজনৈতিক দলযুগান্তর দল
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন
দাম্পত্য সঙ্গীনবীন চক্রবর্তী
সন্তানরামকৃষ্ণ চক্রবর্তী

রাজনৈতিক কাজ সম্পাদনা

সাবিত্রী দেবী ১৮৮৭ সালে জন্মগ্রহণ করেন। তার স্বামীর নাম নবীন চক্রবর্তী। চট্টগ্রামে ধলঘাট নামক গ্রামে থাকা অবস্থায় সাবিত্রী দেবী ও তাঁর ছেলে রামকৃষ্ণ চক্রবর্তী আশ্রয় দিয়েছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা বিপ্লবী সূর্য সেনকে অর্থাৎ মাস্টারদাকে। মাস্টারদার অনুগত কর্মী নির্মল সেন, অপূর্ব সেন এবং প্রীতিলতা ওয়াদ্দাদার তখন সেখানেই আত্মগোপন করে ছিলেন।[১]

জেল জীবন সম্পাদনা

বিপ্লবী বীর সূর্য সেন ও তাঁর অনুবর্তীদের আশ্রয় দেবার অপরাধে সাবিত্রী দেবী তাঁর একমাত্র ছেলে রামকৃষ্ণ চক্রবর্তীর প্রতি চার বৎসর সশ্রম কারাদণ্ডের আদেশ হয়। তাঁদের তৃতীয় শ্রেণীর বন্দীরূপে জেলে রেখে দেওয়া হয়। তাঁদের মেদিনীপুর সেন্ট্রাল জেলে নিয়ে যায়। জেলের সুপারিনটেন্ডেন্ট তখন কাটারিয়া— যেন নিষ্ঠুরতা ও বর্বরতার একটা প্রতিমূর্তি।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. কমলা দাশগুপ্ত (জানুয়ারি ২০১৫)। স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, অগ্নিযুগ গ্রন্থমালা ৯কলকাতা: র‍্যাডিক্যাল ইম্প্রেশন। পৃষ্ঠা ১৪৭-১৪৮। আইএসবিএন 978-81-85459-82-0