সাবা খভাদাগিয়ানি

জর্জীয় ফুটবলার

সাবা খভাদাগিয়ানি (জর্জীয়: საბა ხვადაგიანი, ইংরেজি: Saba Khvadagiani; জন্ম: ৩০ জানুয়ারি ২০০৩) হলেন একজন জর্জীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জর্জীয় ক্লাব দিনামো তিবিলিসি এবং জর্জিয়া জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

সাবা খভাদাগিয়ানি
ব্যক্তিগত তথ্য
জন্ম (2003-01-30) ৩০ জানুয়ারি ২০০৩ (বয়স ২১)
জন্ম স্থান তিফলিস, জর্জিয়া
উচ্চতা ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
দিনামো তিবিলিসি
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৫:৫৯, ১ জুলাই ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৮ সালে, খভাদাগিয়ানি জর্জিয়া অনূর্ধ্ব-১৭ দলের হয়ে জর্জিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় তিন বছর যাবত জর্জিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে জর্জিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জর্জিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

সাবা খভাদাগিয়ানি ২০০৩ সালের ৩০শে জানুয়ারি তারিখে জর্জিয়ার তিফলিসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

খভাদাগিয়ানি জর্জিয়া অনূর্ধ্ব-১৭ এবং জর্জিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে জর্জিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮ সালের ২৭শে অক্টোবর তারিখে তিনি ২০১৯ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে রাশিয়া অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে ম্যাচে জর্জিয়া অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[১]

তিনি ২০২৩ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের জন্য ২০২৩ সালের জুন মাসে প্রকাশিত ২৩ সদস্যের জর্জিয়া অনূর্ধ্ব-২১ দলে স্থান পেয়েছেন।[২][৩]

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

১ জুলাই ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
জর্জিয়া ২০২১
সর্বমোট

তথ্যসূত্র সম্পাদনা

  1. https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/3115467
  2. "Georgia U21 Squad" [জর্জিয়া অনূর্ধ্ব-২১ দল]। espn.com (ইংরেজি ভাষায়)। ইএসপিএন এফসি। ৩০ জুন ২০২৩। ৩০ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৩ 
  3. "Georgia U21 - Detailed squad 2023" [জর্জিয়া অনূর্ধ্ব-২১ – বিস্তারিত দল ২০২৩]। transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। ৩০ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা