সাবা আজাদ

অভিনেত্রী এবং গায়িকা

সাবা আজাদ হলেন একজন ভারতীয় অভিনেত্রী, নাট্য পরিচালক এবং সংগীতশিল্পী। তিনি মুম্বই-ভিত্তিক বৈদ্যুতিন ফান দল ম্যাডবয় / মিংকের দুজনের একজন। সাবা ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক কৌতুক চলচ্চিত্র মুঝসে ফ্রেন্ডশিপ কারোগে-এর মূল চরিত্রে অভিনয় করার জন্য অধিক পরিচিত। এই চলচ্চিত্রটি ভারতে অতি জনপ্রিয় হয়েছিল, সারা দেশের কলেজ ছাত্রদের মধ্যে এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। তিনি ২০১৬ সালে ওয়াই-ফিল্মসের ওয়েব সিরিজ, লেডিস রুমে ডিঙ্গোর ভূমিকায় অভিনয় করেছেন। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত স্বাধীন চলচ্চিত্র দিল কাবাডিতে রাগা নামক অন্যতম প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক করেন।[১] তিনি ক্যাডবেরি, পন্ডস, ম্যাগি, টাটা স্কাই, গুগল, কিট ক্যাট, ভোডাফোন, সানসিল্ক, নেসক্যাফে, এয়ারটেলের পাশাপাশি ক্লিন অ্যান্ড ক্লিয়ার, ওয়েস্টসাইড এবং অ্যামওয়ের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে একজন মডেল হিসেবে কাজ করেছেন।[২]

সাবা আজাদ
সাবা আজাদ
জন্ম
পেশাঅভিনেত্রী, সঙ্গীতশিল্পী
কর্মজীবন২০০৮–বর্তমান
আত্মীয়সফদার হাশমি (চাচা)

প্রারম্ভিক জীবন সম্পাদনা

তিনি মঞ্চ নাটকের দুর্দান্ত অভিনেতা সফদার হাশমির ভাইয়ের মেয়ে।[৩] একটি নাট্য পরিবারে জন্ম নেওয়া আজাদ খুব অল্প বয়স থেকেই মঞ্চ প্রযোজক সফদার হাশমির নাট্যদল জন নাট্য মঞ্চের সাথে অভিনয় করেছেন, সেখানে তিনি হাবিব তনভীর, এমকে রায়না, জিপি দেশপাণ্ডে এবং এন কে শর্মার মতো অভিনেতার সাথে কাজ করেছেন।[২] তিনি ওড়িশি, ধ্রুপদী ব্যালে, জ্যাজ, লাতিনের পাশাপাশি সমসাময়িক নৃত্যের প্রশিক্ষণও নিয়েছেন। তাঁর ওড়িশি নৃত্যের গুরু কিরণ সেগালের সাথে তিনি ভারতে এবং দেশের বাইরে ইংল্যান্ড, কানাডা, নেপাল ইত্যাদি জায়গায় নৃত্যের পাশাপাশি অভিনয় করেছেন।[৩]

বিদ্যালয়ের পড়া শেষ করার পর, পরিচালক ঈশান নায়ের পরিচালিত গুরুর নামক একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি চলচ্চিত্র জগতে পদার্পণ করেছিলেন, ছবিটি নিউ ইয়র্ক এবং ফ্লোরেন্সের উৎসবগুলোতে দেখানো হয়েছিল[১]। এর পর থেকে তিনি বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে কাজ করেছেন।

কর্মজীবন সম্পাদনা

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত অনিল সিনিয়রের স্বাধীন হিন্দি চলচ্চিত্র দিল কাবাডিতে অভিনয়ের মাধ্যমে তিনি বলিউড জগতে অভিষেক করেছিলেন; উক্ত চলচ্চিত্রে তিনি রাহুল বসুর বিপরীতে অভিনয় করেন। অতঃপর তিনি ওয়াই-ফিল্মসের মুঝসে ফ্রেন্ডশিপ কারোগে-এ মূল চরিত্রে অভিনয় করেছিলেন, যেখানে তিনি নবাগত নিশান্ত দাহিয়া ও সাকিব সেলিমের বিপরীতে প্রীতি সেনের চরিত্রে অভিনয় করেছিলেন।[৪]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

তিনি মঞ্চ নাটকের স্বনামধন্য অভিনেতা সফদার হাশমির ভাইয়ের মেয়ে।[৩] ২০১৩ সালের ১লা মার্চ তারিখে, ইমাম শাহ ঘোষণা করেন যে, তিনি এবং সাবা "লিভ-ইন" সম্পর্কে আবদ্ধ রয়েছেন।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Chakrabarti, Paromita (১০ ডিসেম্বর ২০০৮)। "Change of Scene"The Indian Express। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১২ 
  2. "Saba Azad"The Times of India Blogs। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৬ 
  3. Doshi, Riddhi (১ জানুয়ারি ২০০৯)। "'My uncle was my mentor'"DNA। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-২৬ 
  4. "Mujhse Fraaandship Karoge"India Today। ১৭ অক্টোবর ২০১১। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১২ 
  5. Akshata Shetty (১৭ মার্চ ২০১৩)। "Saba and I are living together: Imaad Shah"The Times of India। India। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা