সাফিনা পার্ক
সাফিনা পার্ক রাজশাহীর গোদাগাড়ীতে অবস্থিত একটি বিনোদন কেন্দ্র। গোদাগাড়ীর জিরো পয়েন্ট হতে প্রায় ৯ কি.মি দূরে গোদাগাড়ী-নাচোল রোডের পাশে দিগরাম খেঁজুরতলায় অবস্থিত এই পার্কটি। এই খেঁজুরতলা সাফিনা পার্কে যাওয়ার সময় রাস্তার দুই ধারের ফসলের যে সবুজের সমাহার ঘটেছে তা পর্যটক ও দর্শনার্থীদের দৃষ্টি কাড়বে।
সাফিনা পার্ক | |
---|---|
ধরন | বিনোদন পার্ক |
অবস্থান | খেজুরতলা, গোদাগাড়ী, রাজশাহী |
আয়তন | ৩২ বিঘা |
নির্মিত | ২০১২[১] |
পরিচালিত | সাফিনা পার্ক লিমিটেড[২] |
ইতিহাস
সম্পাদনাগোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা এলাকার দুই সহোদর ফজলুর রহমান ও সাইফুল ইসলাম ২০১২ সালে উপজেলার দিগ্রাম এলাকায় নিজেদের জমিতে বাণিজ্যিকভাবে ‘সাফিনা পার্ক’ নামের একটি পিকনিক স্পট গড়ে তোলেন।[৩]
অবস্থান
সম্পাদনাগোদাগাড়ী উপজেলা সদর ডাইংপাড়ার পূর্বদিকে ৮ কিলোমিটার দূরে গোদাগাড়ী-আমনুরা সড়কের পার্শ্বে দিগরাম খেঁজুরতলা। এই খেঁজুরতলা সাফিনা পার্কে যাওয়ার সময় রাস্তার দুই ধারের ফসলের যে সবুজের সমাহার ঘটেছে তা পর্যটক ও দর্শনার্থীদের দৃষ্টি কাড়বে। গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নে।[৪]
অবকাঠামো
সম্পাদনাপরিচালনা
সম্পাদনাআরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "দর্শক-বান্ধব নয় রাজশাহী গোদাগাড়ীর সাফিনা পাক"। বগুড়া সংবাদ। ১২ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৬।
- ↑ "এখন আতঙ্কের নাম সাফিনা পার্ক!"। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৬।
- ↑ "গোদাগাড়ীর সাফিনা পার্কে ব্যাপক-342812 - খবর - কালের কণ্ঠ - kalerkantho"। Kalerkantho। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৬।
- ↑ "রাজশাহী সাফিনা পার্ক দখল নিয়ে উত্তেজনা এমডিসহ আটক ৩"। বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]