সাপ্তাহিক ইকোনমিক টাইমস
সাপ্তাহিক ইকোনমিক টাইমস বাংলাদেশের একটি সাপ্তাহিক পত্রিকা। এটির সম্পাদক হিসেবে আছেন শওকত মাহমুদ। এটি ১৯৯৫ সালে সম্পাদক/প্রকাশক মুনিরুল হক কর্তৃক প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ৮ পৃষ্ঠায় প্রকাশিত এই পত্রিকার প্রথম ও শেষ পাতা রঙিন হিসেবে ছাপা হয় এবং অন্যান্য পৃষ্ঠাগুলি সাদা এবং কালোতে ছাপা হয়। পত্রিকাটির সদর দপ্তর ঢাকার কাকরাইলে অবস্থিত।
- প্রথম পৃষ্ঠা
- রাজনীতি
- ব্র্যান্ড যাত্রা
- ব্যাংকিং ও অর্থ
- ব্যবসা অর্থ
- সম্পাদকীয় মন্তব্য
- মতামত
- এনার্জি পাওয়ার অটো
- এডুলয়েড
- ভ্রমণ ও বিমান চলাচল
- টেক পারলি
- শেষের পৃষ্ঠা
ধরন | সাপ্তাহিক পত্রিকা |
---|---|
প্রকাশক | শওকত মাহমুদ |
সম্পাদক | শওকত মাহমুদ |
প্রতিষ্ঠাকাল | ১৯৯৫ |
ভাষা | ইংরেজি |
সদর দপ্তর | ঢাকা |
শহর | ঢাকা |
দেশ | বাংলাদেশ |
ওয়েবসাইট | WeeklyEconomicTimes.com |
সম্পাদক
সম্পাদনাশওকত মাহমুদ সাপ্তাহিক ইকোনমিক টাইমসের সম্পাদক। তিনি জাতীয় প্রেসক্লাবেরও সভাপতি ছিলেন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ব্যুরো, বগুড়া। "বহু সাংবাদিক আজ দেশ ছাড়া- বগুড়ায় শওকত মাহমুদ"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২৩।