সাদা শাপলা

শাপলা পরিবারের নিম্ফি গণের একটি জলজ উদ্ভিদ

সাদা শাপলা, শালুক বা তারা শাপলা বা কুমুদ (বৈজ্ঞানিক নাম: Nymphaea nouchali; সমনাম: Nymphaea stellata), হচ্ছে শাপলা পরিবারের Nymphaea গণের একটি জলজ উদ্ভিদ। এটি বাংলাদেশের জাতীয় ফুল।

সাদা শাপলা
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস সম্পাদনা করুন
জগৎ/রাজ্য: উদ্ভিদ (প্লান্টি)
গোষ্ঠী: সংবাহী উদ্ভিদ ট্র্যাকিওফাইট
ক্লেড: সপুষ্পক উদ্ভিদ (অ্যাঞ্জিওস্পার্মস)
বর্গ: Nymphaeales
পরিবার: নিম্ফিয়াচেয়া (Nymphaeaceae)
গণ: নিম্ফিয়া (Nymphaea)
বার্মন
প্রজাতি: N. nouchali
দ্বিপদী নাম
Nymphaea nouchali
বার্মন
প্রতিশব্দ[২]
  • Castalia lotus (L.) Wood
  • Castalia mystica Salisb.
  • Castalia thermalis (DC.) Simonk.
  • Leuconymphaea lotus (L.) Kuntze
  • Nymphaea acutidens Peter
  • Nymphaea aegyptiaca Opiz
  • Nymphaea dentata Schumach.
  • Nymphaea hypotricha Peter
  • Nymphaea leucantha Peter
  • Nymphaea liberiensis A. Chev., nom. inval.
  • Nymphaea lotus f. thermalis (DC.) Tuzson
  • Nymphaea lotus var. aegyptia Planch., nom. inval.
  • Nymphaea lotus var. dentata (Schumach.) G. Nicholson
  • Nymphaea lotus var. grandiflora F. Henkel et al.
  • Nymphaea lotus var. monstrosa C. A. Barber
  • Nymphaea lotus var. ortgiesiana (Planch.) Planch.
  • Nymphaea lotus var. parviflora Peter
  • Nymphaea ortgiesiana Planch.
  • Nymphaea reichardiana F. Hoffm.
  • Nymphaea thermalis DC.
  • Nymphaea zenkeri Gilg

ভৌগোলিক বিস্তৃতি ও আবাসস্থল সম্পাদনা

এই জলজ উদ্ভিদ আফগানিস্তান, ভারতীয় উপমহাদেশ থেকে তাইওয়ান, দক্ষিণ-পূর্ব এশিয়াঅস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত অঞ্চলে জন্মে। সাধারণত নিম্ন ও মধ্যম গভীরতার স্থির অথবা কম স্রোতের জলাশয়ে জন্মে।

বর্ণনা সম্পাদনা

 
শাপলার ফল (ঢ্যাপ) - Water Lily Fruit.

সাদা শাপলা এশিয়ার প্রজাতি। এরা অজরায়ুজ উদ্ভিদ। এর কাণ্ডমূল পানিতে নিমজ্জিত থাকে। পাতাগুলো আংশিকভাবে নিমজ্জিত। পাতার উপরিভাগ সবুজ এবং নিচের দিকের রঙ গাঢ়। এদের আকার ২২-২৩ সেমি. এবং বিস্তৃতি ০.৯ থেকে ১.৮ মিটার। গাছ উজ্জ্বল সবুজ। ফুল ছোট, ৭-১০ সেমি চওড়া, পাপড়ি অনেকগুলি, পাপড়ি সরু ও চোখা। হালকা নীল এবং সুগন্ধি।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Gupta, A.K.; Beentje, H.J.; Lansdown, R.V. (২০১৯)। "Nymphaea nouchali"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা (ইংরেজি ভাষায়)। আইইউসিএন2019: e.T168917A120213841। ডিওআই:10.2305/IUCN.UK.2019-2.RLTS.T168917A120213841.en । সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২২ 
  2. "Nymphaea nouchali"জার্মপ্লাজম রিসোর্স ইনফরমেশন নেটওয়ার্ক (জিআরআইএন)কৃষি গবেষণা পরিসেবা (এআরএস), মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৫ 
  3. দ্বিজেন শর্মা, ফুলগুলি যেন কথা, বাংলা একাডেমী, ঢাকা, ডিসেম্বর ২০০৩, পৃষ্ঠা-৯৮।


বহিঃসংযোগ সম্পাদনা

 
সাদা শাপলা। আলোকচিত্র : আহমেদ আলী শাহ্ শাওন।

Neel kamal (blue waterlily) in Indian culture on Biodiversity of India portal.