সাজ্জাদুল হাসান

বাংলাদেশী ক্রিকেটার

মোহাম্মাদ সাজ্জাদুল হাসান ছিলেন বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটার। তিনি খুলনা বিভাগীয় দলের টপ-অর্ডার ব্যাটসম্যান ছিলেন। ২০০২-২০০৩ সালে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে তিনি অন্যতম সেরা রান সংগ্রাহকদের একজন তিনি।

সাজ্জাদুল হাসান 
ব্যক্তিগত তথ্য
জন্ম২৫ মে, ১৯৭৮ 
খুলনা, বাংলাদেশ 
মৃত্যু১৬ মার্চ, ২০০৭
কার্তিকডাঙ্গা, বাংলাদেশ 
ডাকনামসেতু 
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০০-২০০৭ খুলনা বিভাগ 
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা প্রথম শ্রেণী  তালিকা ক
ম্যাচ সংখ্যা ৫০ ৩৯
রানের সংখ্যা ২৪৪৩ ৬৮০
ব্যাটিং গড় ২৮.০৮ ১৮.৩৭
১০০/৫০ ৩/১২ ১/২
সর্বোচ্চ রান ১৪৭ ১০৬ (অপরাজিত) 
বল করেছে ৪৪৪ ৬৯০
উইকেট ১৭
বোলিং গড় ৫৬.৫০ ৩০.৬৪
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট n/a
সেরা বোলিং ২/৪৫ ৪/১৭
ক্যাচ/স্ট্যাম্পিং ২৫।১ ১৮/–
উৎস: CricketArchive, ৫ সেপ্টেম্বর  ২০০৯ 

জন্ম সম্পাদনা

মোহাম্মাদ সাজ্জাদুল হাসানের জন্ম খুলনায়। তিনি ১৯৭৮ সালের ২৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার ডাকনাম 'সেতু'।

ক্রিকেটে পরিসংখ্যান সম্পাদনা

তিনি ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত খুলনা বিভাগীয় দলে খেলেছেন। ঢাকার ক্লাব ক্রিকেটেও খেলেছেন তিনি। এছাড়াও খেলেছেন ধানমণ্ডি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ও সিটি ক্লাবে।[১] প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫০টি ম্যাচ খেলে তিনি ২৪৪৩ রান সংগ্রহ করেন, তার গড় ছিলো ২৮.০৮। তিনি মোট ৩ বার শত রান ও ১২ বার অর্ধশত রান করেন। তার সর্বোচ্চ রান ছিলো ১৪৭।

অধিনায়কত্ব সম্পাদনা

মোহাম্মাদ সাজ্জাদুল হাসান খুলনা বিভাগীয় দলে দুইবার অধিনায়ক ছিলেন। কিন্তু দুইবারই পরাজিত হয়েছলেন, যার মধ্যে একবার রাজশাহী বিভাগ ও পরেরবার চট্টগ্রাম বিভাগের বুরুদ্ধে।[২][৩]

মৃত্যু সম্পাদনা

২০০৭ সালের ১৬ মার্চ তারিখে মাত্র ২৮ বছর বয়সে মোহাম্মাদ সাজ্জাদুল হাসান মারা গেছেন। একটি ভয়াবহ সড়ক দূর্ঘটনায় মানজারুল ইসলাম রানার সাথে তিনি মারা যান।[৪][৫]

স্বীকৃতি সম্পাদনা

মোহাম্মাদ সাজ্জাদুল হাসান ও মঞ্জরুল ইসলাম রানাকে ২০১৬ সালে খুলনা টাইটান্সের আইকন খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয়েছিলো।[৬] খুলনা টাইটানসের জার্সিতে বিপিএলের সময় জার্সির হাতায় মানজারুল ইসলাম রানা ও সাজ্জাদুল হাসান সেতুর নাম লেখা ছিলো।[৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কেউ মনে রাখেনি সেতুকে - bdnews24.com"। ২০১৮-০৬-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০২  line feed character in |শিরোনাম= at position 24 (সাহায্য)
  2. "Khulna Division v Rajshahi Division in 2003/04"। CricketArchive। ১৩ জানুয়ারি ২০০৪। সংগ্রহের তারিখ ১২ জুন ২০০৭ 
    "Chittagong Division v Khulna Division"। CricketArchive। ৬ মার্চ ২০০৭। সংগ্রহের তারিখ ১২ জুন ২০০৭ 
  3. The manner in which he gained this stumping is not clear. He is not listed as Khulna's wicket-keeper for the match, and the scorecard does not note any circumstances under which it occurred.
    "Chittagong Division v Khulna Division in 2005/06"। CricketArchive। ২৩ নভেম্বর ২০০৫। সংগ্রহের তারিখ ১২ জুন ২০০৭ 
  4. "Sajjadul Hasan"। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০২ 
  5. "মনে পড়ে রানা মনে পড়ে সেতু"। ২০১৮-০২-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০২ 
  6. "সাবেক জাতীয় ক্রিকেটার রানা ও সেতু খুলনা টাইটান্সের আইকন"The Daily Sangram। ২০১৮-০২-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০২ 
  7. "খুলনার জার্সিতে আবেগের দুটি নাম"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০২ 

বহিঃসংযোগ সম্পাদনা