সইচিরো হোন্ডা

জাপানি ব্যবসায়ী
(সাচিওরো হোন্ডা থেকে পুনর্নির্দেশিত)

সইচিরো হোন্ডা (本田 宗一郎, Honda Sōichirō, নভেম্বর ১৭, ১৯০৬ – আগস্ট ০৫, ১৯৯১) একজন বিশিষ্ট জাপানী প্রকৌশলী ও শিল্পপতি। তিনি ১৯৪৮ সালে হোন্ডা প্রতিষ্ঠা করেন, যেটি মূলত অটোমোবাইল ও মোটরসাইকেল উৎপাদনের জন্য বিখ্যাত। ।[]

সইচিরো হোন্ডা
本田 宗一郎
জন্মনভেম্বর ১৭, ১৯০৬
হামামাতসু, সিজুকা, জাপান
মৃত্যু৫ আগস্ট ১৯৯১(1991-08-05) (বয়স ৮৪)
টোকিও, জাপান
জাতীয়তাজাপানি
পেশাহোন্ডার প্রতিষ্ঠাতা
সন্তানহিরোটোসি হোন্ডা

প্রাথমিক জীবন

সম্পাদনা

জাপানের হামামাতসু ছোট শহরে তাঁতি মা আর কামার বাবার ঘরে জন্ম গ্রহণ করেন হোন্ডা। তার গাইহি বাবা ছিলেন একজন কামার। হোন্ডা ছোটবেলা থেকে তার বাবাকে তার কাজে সহায়তা করেছেন এবং সেই সাথে একটি বাইসাইকেল মেরামতের দোকানও তাদের ছিল। অপর দিকে তার মা মিকা ছিলেন একজন দর্জি। তিনি সেলাই ও তাতের কাজ জানতেন। হোন্ডার কখনও স্কুল বা পাঠ্যপুস্তকের শিক্ষাকে ভাল লাগেনি। তখনকার দিনে রেজাল্ট কার্ড বাচ্চাদের দিয়ে দেয়া হত এবং বলা হতো যেন তারা বাসায় গিয়ে ফ্যামিলি সিল দিয়ে নিয়ে আসে। তাই হোন্ডা সাইকেলের রাবার দিয়ে তাদের পারিবারিক সিল বানিয়ে রেজাল্ট কার্ডে সিল দিতেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Do You Remember September 24,1948 ?"Honda History। Honda Motor Co., Ltd.। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৩Including President Soichiro Honda, there were 34 employees. 

বহিঃসংযোগ

সম্পাদনা