সাঙ্গা বৌদ্ধবিহার

সাঙ্গা বৌদ্ধবিহার একটি ছোট তিব্বতি বৌদ্ধ মঠ যা চীনের লাসায় ডাগজি কাউন্টির ডাগজি শহরে অবস্থিত।

সাঙ্গা বৌদ্ধবিহার
বৌদ্ধবিহার এর সম্মুখ ভাগ
চীনা নাম
সরলীকৃত桑阿寺
PinyinSāngāsì
সাঙ্গা বৌদ্ধবিহার তিব্বত-এ অবস্থিত
সাঙ্গা বৌদ্ধবিহার
সাঙ্গা বৌদ্ধবিহার
তিব্বতে অবস্থান
মঠের তথ্য
অবস্থানডাগজি, লাসা, তিব্বত, চীন
ধরনতিব্বতি বৌদ্ধধর্ম
ধর্মীয় গোষ্ঠীগেলুগ

অবস্থান

সম্পাদনা

সাঙ্গা বৌদ্ধবিহারটি প্রাচীন ডাগজি শহরের মাঝখানে অবস্থিত।.[১] মন্দিরের আয়তন প্রায় ১৫ একর (৬.১ হেক্টর) জায়গা নিয়ে, এবং মূল ভবনটি প্রায় ২,৩৪৩ বর্গমিটার (২৫,২২০ ফু)। বিহারের পিছন দিক থেকে লাসা নদী দেখা যায়।[২] মঠের উপরের পর্বতমালায় একটি পাহাড়ি দুর্গের ধ্বংসাবশেষ রয়েছে।[৩]  ইহা ডাগসি দেজং বা ডেচান দেজং এর ধ্বংসাবশেষ, দেজং মানে "দুর্গ"।.[৪]

ইতিহাস

সম্পাদনা

বৌদ্ধবিহারটি ১৪১৯ সালের দিকে গোং-মা-গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শানের দ্বারা নির্মিত হয়েছিল। এটা গেলুক  (Gelug) সেক্টরের অংশ এবং দ্গা'-ল্দান বৌদ্ধবিহার এর এখতিয়ারভুক্ত। এটি নির্মাণের পর এতে প্রায় একশত সন্ন্যাসীর বাসভবন ছিল।[৫] সাংস্কৃতিক বিপ্লব এর সময় মন্দির থেকে অনেক নিদর্শন হারিয়ে যায় ও  ভবনটি ধ্বংসপ্রাপ্ত হয়।[২] ১৯৮৬ এর নভেম্বরে  বিহারটি পুনঃ নির্মাণ করে উন্মুক্ত করে দেয়া হয়। ২০১২ সালেও এতে ৩০এর অধিক সন্ন্যাসী বাস করেছেন।[৫] সে বছরই প্রথমবারের মত একটি গোসলখানা সংযুক্ত করা হয়। বিহারটিতে একটি  গ্রিনহাউজ রয়েছে।[১] 

তথ্যসূত্র

সম্পাদনা