মোহাম্মদ সাইফুল আজম বিন মোহাম্মদ ইউসুফ (জন্ম: ১২ ই মে ১৯৬৯), যিনি মঞ্চে সাইফুল অপেক দ্বারা বেশি পরিচিত একজন মালয়েশিয়া অভিনেতা এবং কৌতুক অভিনেতা।

সাইফুল অপেক
২০০৮ সালে সাইফুল অপেক
জন্ম
মোহাম্মদ সাইফুল আজম বিন মোহাম্মদ ইউসুফ

(1969-05-12) ১২ মে ১৯৬৯ (বয়স ৫৪)
অফিসিয়াল (1969-08-15) ১৫ আগস্ট ১৯৬৯ (বয়স ৫৪)
জাতীয়তামালয়েশিয়ান
পেশাঅভিনেতা, কমেডিয়ান, পরিচালক, গায়ক, উপস্থাপক
কর্মজীবন১৯৯৪—বর্তমান
পরিচিতির কারণসিনারিও
উচ্চতা১৭২ সেমি (৫ ফুট ৮ ইঞ্চি)
দাম্পত্য সঙ্গীরোসালিনা আবু হাসান (বি. ১৯৯৪)
সন্তান
সঙ্গীত কর্মজীবন
ধরনকৌতুক অভিনেতা, পপ

জীবনের প্রথমার্ধ সম্পাদনা

সাইফুল আজম ১২ মে ১৯৬৯ সালে গোম্বাক, সেলাঙ্গরে জন্মগ্রহণ করেন। কিন্তু তাঁর জন্ম নিবন্ধন সনদপত্রে জন্ম নিবন্ধিত হয়েছে ১৫ আগস্ট ১৯৬৯ সালে। এর কারণ হলো ১৩ই মে ১৯৬৯ সালে মালয়শিয়ার জাতিগত দাঙ্গায় একটি অনাকাঙ্ক্ষিত অবস্থা সৃষ্টির কারণে তাঁকে অন্য আরেকটি পরিবারের কাছে দত্তক দেওয়ার প্রয়োজন পড়ে, দত্তক নেওয়ার পরই তাঁর জন্ম নিবন্ধন কার্যক্রম সমাপ্ত হয়। ২১ বছর বয়সে মায়ের মৃত্যুর আগ পর্যন্ত সাইফুল, জাহিদুন বিনতি হাজি সাহিন এবং তাঁর মায়ের দ্বিতীয় স্বামী হাজি মোহাম্মদ জাফর আলির কাছেই বড় হয়েছেন। মায়ের মৃত্যুর দিন কপালে চুমু দিতে গিয়ে বাঁধার সম্মুখিন হয়ে জানতে পারেন তিনি দত্তক সন্তান।[১]

পেশা সম্পাদনা

১৯৯৪ সালে টিভি৩-এ প্রচারিত সিনারান পাস্পোর্ট কেগেমিলাঙ্গানের প্রথম সিজনের মাধ্যমে সাইফুল আজমের প্রতিভা আবিষ্কৃত হয়। তিনি মঞ্চ নাম সাইফুল আপেক গ্রহণ করেন যখন তিনি ফৌজিয়া আহমেদ দাউদের সাথে চ্যানেলের জনপ্রিয় বিনোদন অনুষ্ঠান মেলোডি উপস্থাপক হয়ে ওঠেন। "আপেক" শব্দটি একজন বৃদ্ধের জন্য মালয়েশিয়ান চীনা ভাষা: তিনি প্রায়ই চীনা পোশাক পরে নিজের একটি ব্যঙ্গচিত্র বাজায় এবং ভারী চীনা উচ্চারণ মালে ভাষায় কথা বলে। সাইফুল পরবর্তীতে ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত স্কেচ কমেডি ট্রুপ সেনারিওতে যোগ দেবেন।

তিনি তার প্রযোজনা প্রতিষ্ঠান গিটু-গিটু প্রোডাকশনের মালিক[১] এবং ২০০৩ সালে আনুগেরা বিনতাং জনপ্রিয় বেরিতা হারিয়ান-এর সবচেয়ে জনপ্রিয় তারকা হিসেবে মনোনীত হন।

তিনি ১৯৯৪ সালের ১১ জুন রোজিনা আবু হাসানকে বিয়ে করেন এবং মোহাম্মদ রিয়াদ আসলাম ও মোহাম্মদ রাদজিন আইমান নামে দুই পুত্র সন্তানের বিয়ে দেন।

ফিল্মোগ্রাফি সম্পাদনা

মূল
  সিনেমাগুলি দেখানো হয়নি
Year Title Role Notes
1998 Puteri Impian 2 Himself Film debut, special appearance
1999 Senario The Movie Apek
2000 Mimpi Moon Studio Singer Special appearance
Senario Lagi Saiful
2001 Lagi-Lagi Senario
2002 KL Menjerit Kilat Guest appearance
2003 Gila Bola Luncai
Jutawan Fakir Fakir bin Miskin
Laila Isabella Harun
MX3 Masdor
Lang Buana Gunung
2004 Berlari Ke Langit Guest appearance
Biar Betul Khai Co-producer
Bintang Hati Complex Manager Guest appearance
Cinta Luar Biasa Husin
Gila-Gila Pengantin Remaja Wong Guest appearance
Kuliah Cinta Terry
2005 Anak Mami Kembali Saiful
Gangster Black Guest appearance
Gila-Gila Pengantin Popular Zul
GK3 The Movie Saiful Special appearance
KL Menjerit 1 Kilat Guest appearance
Lady Boss Saiful Associate producer and co-producer
Senario XX Jeneral Zoragas
Tak Ori Tapi Ok Zali
2006 Main-Main Cinta Mr. Aznil
Man Laksa Fadhil Mat Dom
Bujang Senang Bujang / Datuk Azlan
Nana Tanjung Akhbar Khan
Salah Bapak Selamat
Cicak Man Hairi / Cicakman
2007 Otai Aiman Tan Sri Mydin
Nana Tanjung 2 Akhbar Khan
2008 Duyung Jimmy
Cicakman 2: Planet Hitam Hairi / Cicakman Special appearance
2009 The Wedding Game Cicak-man
Sifu & Tongga Sifu
2010 Kecoh Betul Abang Don
4 Madu Azlan / Azrul
Magika Hang Tuah Special appearance
2011 Raya Tak Jadi! Shuib
2012 Bujang Terlajak Saiful
Hantu Air Yassin
Sofazr The Movie - Jiwa Kacau Apong
Shh...Dia Datang   Enol Director, screenwriter and producer
2013 Rock Ooo Cik Man
Kecoh Hantu Raya Tok Chai Ebby
2014 Mana Mau Lari Tak Tau Special appearance
Werewolf Dari Bangladesh Mirdu
2015 Gangsterock Kasi Sengat Bromo
2016 Lu Mafia Gua Gangster Special appearance
Muluk Dan Konco: Hero Malaya  
2017 Pak Pong Tok Belantara Special appearance
2019 XX Ray 3 Azli
Banglasia 2.0 Omar
KL Vampires Caki
2020 Syif Malam Raya Mr. Khairul

টেলিভিশন সম্পাদনা

বছর শিরোনাম ভূমিকা টিভি চ্যানেল মন্তব্য
1994 সিনারান পাসপোর্ট কেগেমিলাঙ্গন নিজেই (অংশগ্রহণকারী) টিভি 3
1998–2005 সেনারিও
1998–1999 মেলোদি হোস্ট
1999 সেনারিও ইন পার্সন অতিথি
2003 ফুয়া চু কাং প্রাইভেট লিমিটেড ( ason ম মরসুম) নিজেই চ্যানেল 5 পর্ব: "সবচেয়ে খারাপ কেস সেনেরিও"
2006 এজেন 016 এজেন 016 টিভি 3
2006–2007 গিতু-গিতু এপেক এপেক অ্যাস্ট্রো রিয়া
২০০৯-২০১০ জঙ্গান তিদুর লাগি হোস্ট টিভি 3
২০১১ জিজান শো অতিথি অ্যাস্ট্রো ওয়ার্না
2011–2012 SYOK টিভি 1
2011–2012 মহারাজা লৌক স্থায়ী বিচারকরা অ্যাস্ট্রো ওয়ার্না
2011–2013 এডিসি খাস টিভি 3
2013 রাজা লাকাক অ্যাস্ট্রো ( asonতু ) স্থায়ী বিচারকরা অ্যাস্ট্রো ওয়ার্না
2016–2017 লক একক স্থায়ী বিচারকরা
2017 কনসেটার কোমেডি নিজেই - সপ্তাহ 7 (সেনেরিও পুনর্মিলন)
লক কে ডের তাক কভারলাইন অতিথি
2018 দি বালিক তাওয়া (মরসুম 1) অতিথি
বিনতাং বেরসামা বিনতাং (মরসুম 2) স্থায়ী বিচারকরা টিভি 3

টেলিমোভি সম্পাদনা

বছর শিরোনাম ভূমিকা টিভি চ্যানেল মন্তব্য
2002 ঠিক আছে লিম টেম পিক / সাইফুল ভিসিডি পরিচালক, চিত্রনাট্যকার এবং নির্বাহী নির্মাতা হিসাবেও
2003 রক্ষক সুড
কুদূত ও কাতিক কুদুত পরিচালক
জাদি তাক জাদি?
আপা নক ডিকটা? আজমি
সিয়াপা তাক সায়াং বিনি 1 & 2 সাইফুল
নিয়ন অদ্ভুত মানুষ ক্যামিওর উপস্থিতি
পেলাকন জনপ্রিয় নিজেই বিশেষ উপস্থিতি
2004 হিরো ইয়াং তেরলামপাউ বিশেষ উপস্থিতি
2006 গিটু-গিটু এপেক আইডিলফিট্রি অ্যাস্ট্রো রিয়া
২০১১ সুদু ও গারফু রোজলি টিভি 3
2016 সর্বশেষ কোপেক সর্বনাশ তাইকো সান ডিভিডি
2017 গিতু-গিতু রায়া অ্যাস্ট্রো রায়া এইচডি

ডিসকোগ্রাফি সম্পাদনা

সিঙ্গেল সম্পাদনা

  • সাইফুল আপেক ও ফামিলি - কালকিয়ান - (২০০৯; ফিচারিং, ডায়রা)
  • সাইফুল আপেক ও ফামিলি - হুয়া হুয়া হুয়া - (২০০৯)
  • পাক পাং - (২০১৩; ইসমা এএফ৭ এবং ফিচারিং। অ্যালটাইমেট)

তথ্যসূত্র সম্পাদনা

  1. Suzan Ahmad (২০০৪)। "Boleh ke Saiful Apek jadi serius?"Berita Harian। ৩ জানুয়ারি ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ সম্পাদনা