সাইফউদ-দীন চৌধুরী
সাইফউদ-দীন চৌধুরী (ডঃ এস ডি চৌধুরী হিসাবেও পরিচিত) (অক্টোবর ১৯১৭ - ১৯৯৭) একজন বাংলাদেশী অর্থনীতিবিদ, নীতি পরিকল্পনাবিদ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।[১] পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়) প্রাক্তন উপাচার্য ছিলেন। ১৯৭৩ সাল থেকে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রতিষ্ঠাতা ফেলো ছিলেন এবং সভাপতির দায়িত্বও পালন করেছিলেন।[২]
সাইফউদ-দীন চৌধুরী | |
---|---|
![]() | |
জন্ম | অক্টোবর ১৯১৭ |
মৃত্যু | ১৯৯৭ (বয়স ৭৯–৮০) |
জাতীয়তা | বাংলাদেশী |
মাতৃশিক্ষায়তন |
|
পেশা | অর্থনীতিবিদ , উপাচার্য |
শৈশব ও পড়ালেখাসম্পাদনা
চৌধুরী লাহোরের সরকারী কলেজের ছাত্র ছিলেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক শেষ করেছেন। তিনি পিএইচ.ডি. করেন লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে। এরপরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বেল্টসভিলে গবেষণা ইনস্টিটিউটে উদ্ভিদ প্রজনন সম্পর্কিত গবেষণা করেন।[১]
কর্মজীবনসম্পাদনা
চৌধুরী আসাম সরকার এবং পূর্ব পাকিস্তান সরকারের অর্থনৈতিক উদ্ভিদবিদ হিসাবে কাজ করেছিলেন। এরপরে পাট গবেষণা ইনস্টিটিউট ও কৃষিক্ষেত্রের পূর্ব পাকিস্তানের পরিচালক হন।[১]
১৯৭৭ সালে বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য নিযুক্ত হন। বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সভাপতি ও কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন।[১]
ব্যক্তিগত জীবনসম্পাদনা
ডাঃ চৌধুরী খান বাহাদুর মাহমুদ চৌধুরির পুত্র এবং সিলেটের গোলাপগঞ্জের রাঙ্কেলীর বাসিন্দা। তিনি চার ভাইয়ের মধ্যে বড় ছিলেন
পুরস্কারসম্পাদনা
- তমঘা-ই-ইমতিয়াজ
- সিতারা-ই-কায়েদ-ই-আজম
- সিলেট লায়ন্স ক্লাব কর্তৃক লায়ন্স গোল্ড মেডেল[২]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ গ ঘ এস.এম হুমায়ুন কবির (২০১২)। "চৌধুরী, সাইফউদ-দীন"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ ক খ "Dr. S.D. Chaudhuri"। Bangladesh Academy of Sciences। ১৮ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৬।