সাইদ হাসান টিপু

বাংলাদেশের মিউজিক্যাল ব্যান্ড অবসিকিউরের প্রতিষ্ঠাতা এবং প্রধান ভোকাল

সাইদ হাসান টিপু বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড শিল্পী। অবসকিওর (বাংলা ব্যান্ড) এর প্রধান ভোকাল তিনি। টিপু ১৯৬৭ সালের ১৬ই জানুয়ারি খুলনায় জন্মগ্রহণ করেন।তিনি সেন্ট জোসেফ্‌স উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।[১]

সাইদ হাসান টিপু
জন্ম (1967-01-16) ১৬ জানুয়ারি ১৯৬৭ (বয়স ৫৭)
খুলনা
পেশাশিল্পী
এর সদস্যঅবসিকিউরের প্রধান কণ্ঠশিল্পী এবং প্রতিষ্ঠাতা
মাতৃশিক্ষায়তনসেন্ট জোসেফ্‌স উচ্চ বিদ্যালয়

সঙ্গীত জীবন সম্পাদনা

১৯৮৫ সালের ১৫ই মার্চ খুলনায় অবসকিওর (বাংলা ব্যান্ড) প্রতিষ্ঠা করেন টিপু। এই ব্যান্ডের অনেক গানের মাঝে অন্যতম জনপ্রিয় গান ‘মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়’, ‘সেই তুমি কোথায়’, ‘স্বাধীনতার বীজমন্ত্র’, ‘আজাদ’, ‘দেশ ছাড় রাজাকার’, ‘তিস্তা’, ‘ফিলিস্তিনি’, ‘কলিকালের ভণ্ড বাবা’ এবং ‘ছাইড়া গেলাম মাটির পৃথিবী’, শ্রোতাপ্রিয়তা পাওয়া এই গানগুলো তার কণ্ঠে গাওয়া।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৬ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৯ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৪ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৯