সাইদ পাশা কুর্দ (সুলায়মানিয়াহ ১৮৩৪ – ২০ অক্টোবর ১৯০৭ কনস্ট্যান্টিনোপল), সুলায়মানিয়াহের হুসেন পাশার পুত্র ও অটোমান স্টেটসম্যান।[১]

পরিবার সম্পাদনা

তিনি ছিলেন কুর্দ আহমেত ইজ্জত পাশার ভাই এবং মোস্তফা ইয়ামুলকির শ্যালক, আরিফ পাশা এবং কুর্দ ফুয়াদ পাশার বাবা এবং আবদুল আজিজ ইয়ামুল্কির মামা।[১]

পদ সম্পাদনা

বিভিন্ন প্রশাসনিক পদে অধিষ্ঠিত হওয়ার পরে তিনি আর্কিপেলাগো (১৮৮১) এর গভর্নর-জেনারেল, পররাষ্ট্রমন্ত্রী (১৮৮১), বার্লিনে রাষ্ট্রদূত (১৮৮৩) এবং আবারও পররাষ্ট্রমন্ত্রী হন।[১] এরপরে তিনি কাউন্সিল অফ স্টেটের সভাপতি ছিলেন, এই পদে তিনি মৃত্যুর আগ পর্যন্ত থেকেছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Said Pasha Kurd"। ব্রিটিশ বিশ্বকোষ23 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 1008।