সাইদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়

সাইদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী গ্রামে অবস্

সাইদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী গ্রামে অবস্থিত।বিদ্যালয়টি সুনামের সাথে অত্র গ্রামে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।বিদ্যালয়টিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়।বিদ্যালয়টি সাফল্যের সাথে গফরগাঁও উপজেলায় প্রথম,দ্বিতীয় কিংবা তৃতীয় স্থান অধিকার করে থাকে।

সাইদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
ঠিকানা


,
2245

তথ্য
নীতিবাক্যশিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও
প্রতিষ্ঠাকাল১৯৬৮খ্রী।
প্রতিষ্ঠাতামরহুম হেলিম খান তার ছেলে মরহুম সাইদুর রহমানের স্মরনে স্থাপিত করেন।
বিদ্যালয় কোড১১১৫৬১
অধ্যক্ষআবদুল ওয়াছেক খান (অবসরপ্রাপ্ত) শামসুল আলম খান(বর্তমান)
শিক্ষকমণ্ডলীশিক্ষকঃ১৮ জন,শিক্ষকাঃ ৩ জন
শ্রেণী৬ষ্ঠ-১০ম
লিঙ্গবালক ও বালিকা
বয়সসীমা১০-১৭
শিক্ষার্থী সংখ্যা১৮০০ জন
ভাষাবাংলা
ক্যাম্পাসনিগুয়ারি
রংসাদা      কালো     
অ্যাথলেটিক্সক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন
ক্রীড়াফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল
অন্তর্ভুক্তিময়মনসিংহ বোর্ড
প্রাক্তন শিক্ষার্থীপ্রায় ৩০,০০০
শিক্ষা বোর্ডময়মনসিংহ শিক্ষা বোর্ড

ইতিহাস সম্পাদনা

এই বিদ্যালয়টি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়।এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল হেলিম খান।তিনি তার ছেলে ব্যারিস্টার সাইদুর রহমান খানের স্মৃতি স্মরণে এবং নাম অনুসারে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। এই বিদ্যালয়টি অত্র গ্রামটির ঐতিহ্য। বিদ্যালয়ে মোট ১৮০০ শিক্ষার্থী আছে।

তথ্যসূত্র সম্পাদনা