সাইদুর রহমান
সাইদুর রহমান নামটি নিচের ব্যক্তিবর্গকে নির্দেশ করতে পারে:
- সাইদুর রহমান (বীর প্রতীক) –বীর প্রতীক খেতাব প্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা।
- সাইদুর রহমান (বয়াতি) –বাংলাদেশী গায়ক যিনি বাউল রীতির লোক সঙ্গীত করেন।
স্থাপনা
সম্পাদনা- সাইদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় –বাংলাদেশের ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী গ্রামে অবস্থিত একটি বিদ্যালয়।
আরও দেখুন
সম্পাদনা- সাইদুর রহমান খান – বাংলাদেশের রাজনীতিবিদ ও টাঙ্গাইল-৩ আসনের সাবেক সংসদ সদস্য।
- এম সাইদুর রহমান খান –বাংলাদেশী শিক্ষাবিদ ও কূটনীতিবিদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।
- সাইদুর রহমান ডন –একজন বাংলাদেশী স্প্রিন্টার যিনি বাংলাদেশ থেকে অংশ নেয়া প্রথম অলিম্পিয়ান।