সরিষাবাড়ী অনার্স কলেজ বা সরিষাবাড়ী কলেজ, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত, জেলার দ্বিতীয় বৃহত্তম কলেজ। সরিষাবাড়ীর উপজেলা পরিষদ সংলগ্ন পৌরসভার প্রাণ কেন্দ্রের অত্যন্ত মনোরম পরিবশে কলেজটি অবস্থিত। [] ১৯৬৭ সালের ১লা জুলাই প্রায় ১১ একর জমির উপর এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। []

সরিষাবাড়ী কলেজ
ভবন সমুহ
সরিষাবাড়ী অনার্স কলেজ

সরিষাবাড়ী কলেজ বাংলাদেশের জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত একটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান। এটি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এটি উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরে বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করছে।

ইতিহাস

সম্পাদনা

সরিষাবাড়ী কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে, যখন সরিষাবাড়ী অঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ অত্যন্ত সীমিত ছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগ এবং জনগণের আর্থিক সহায়তায় এই কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রাথমিকভাবে এটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষাদান শুরু করে, কিন্তু পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান ও পাস) এবং ডিগ্রি কোর্স চালু হয়।

একাডেমিক বিভাগ

সম্পাদনা

সরিষাবাড়ী কলেজে নিম্নলিখিত বিভাগে শিক্ষা প্রদান করা হয়:

  • বিজ্ঞান
  • মানবিক
  • ব্যবসায় শিক্ষা

স্নাতক স্তরে বাংলা, ইংরেজি, অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পাঠক্রম চালু রয়েছে।

অবকাঠামো

সম্পাদনা

সরিষাবাড়ী কলেজটি একটি মনোরম ক্যাম্পাসে অবস্থিত। এর প্রধান অবকাঠামো এবং সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে:

  • প্রধান একাডেমিক ভবন
  • বিজ্ঞান গবেষণাগার
  • আধুনিক কম্পিউটার ল্যাব
  • সমৃদ্ধ গ্রন্থাগার
  • খেলার মাঠ এবং ক্রীড়া সুবিধা
  • ছাত্রাবাস

অধ্যক্ষ ও পরিচালনা

সম্পাদনা

কলেজের বর্তমান অধ্যক্ষ ড. আব্দুর রহমান। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। পরিচালনা পর্ষদের সভাপতিসহ অন্যান্য সদস্যরাও প্রতিষ্ঠানটির উন্নয়নে ভূমিকা রাখছেন।

লোগো ও প্রতীক

সম্পাদনা

সরিষাবাড়ী কলেজের লোগোতে শিক্ষার আলোকে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে। লোগোতে একটি খোলা বই, আলো জ্বালানো একটি মশাল এবং প্রতিষ্ঠার সাল উল্লেখিত আছে, যা প্রতিষ্ঠানটির শিক্ষার প্রতি প্রতিশ্রুতিকে নির্দেশ করে।

যোগাযোগ

সম্পাদনা
  • ঠিকানা: সরিষাবাড়ী, জামালপুর
  • অধ্যক্ষের মোবাইল: ০১৭১২-০৭৭৫৮৮
  • ইমেইল: principalsbaricollege@gmail.com
  • অফিসিয়াল ওয়েবসাইট: [সরিষাবাড়ী কলেজ](http://www.sarishabaricollege.edu.bd)

উল্লেখযোগ্য তথ্য

সম্পাদনা

সরিষাবাড়ী কলেজ স্থানীয় এবং জাতীয় পর্যায়ে শিক্ষার ক্ষেত্রে অসামান্য ভূমিকা পালন করে আসছে। এটি ছাত্র-ছাত্রীদের নৈতিকতা, সৃজনশীলতা এবং নেতৃত্ব গুণাবলিকে বিকশিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

বাহ্যিক সংযোগ

সম্পাদনা

অবকাঠামো

সম্পাদনা

কলেজে ৩টি দ্বিতল ভবন, ২টি টিনশেট ভবন, ১টি অধ্যক্ষের বাসভবন, ১টি ছাত্রাবাস, ১টি গ্রন্থাগার, ১টি মসজিদ এবং পাশেই রয়েছে বিশাল খেলার মাঠ। কলেজ ক্যাম্পাসে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রায় ২ হাজার বৃক্ষ। অপরদিকে রয়েছে ২টি বিরাট পুকুর (১টি ঘাট বাধাঁনো) এবং পাশেই শহীদ মিনার।

জনবল ও শিক্ষার্থী

সম্পাদনা

বর্তমানে এ কলেজে সব মিলে প্রায় সাড়ে ৪ হাজার শিক্ষার্থী [] এবং ৮৭ জন সুদক্ষ শিক্ষক-কর্মচারী রয়েছে। উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী পর্যায়ের পরীক্ষায় ফলাফল সন্তোষজনক।


তথ্যসূত্র

সম্পাদনা
  1. "৪৮ বছরেও জাতীয়করণ অধরা সরিষাবাড়ী কলেজে"বিডিলাইভ২৪। ৫ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২০ 
  2. "সরিষাবাড়ী কলেজ সরকারিকরণের দাবিতে সমাবেশ"কালের কন্ঠ। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২০ 
  3. "সরিষাবাড়ী কলেজ জাতীয়করণের তালিকায় না থাকায় প্রতিবাদ"দৈনিক শিক্ষা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২০