সরনা ধর্ম
সরনা ধর্ম হল ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলের (ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ছত্তীসগঢ় ও ওড়িশা রাজ্যের অন্তর্গত অঞ্চলে) পবিত্র বনভূমি-কেন্দ্রিক একটি আদিবাসী ধর্মবিশ্বাস।[১] এই ধর্মের আচার-অনুষ্ঠানগুলি পালন করেন মূলত মুন্ডা, ভূমিজ, খারিয়া, বাইগা, হো, কুরুখ, সাঁওতাল ইত্যাদি জাতির মানুষরা। স্থানীয় বিশ্বাস অনুযায়ী, "সরনা" অর্থাৎ পবিত্র বনভূমিতে একজন "গ্রাম দেওতি" (গ্রামদেবতা) বাস করেন। তাঁর সামনে বছরে দুই বার বলি দেওয়া হয়। এই ধর্মবিশ্বাসটিকে "সরনা ধর্ম" বলে অভিহিত করা হলেও[২] ভারত সরকার এটিকে পৃথক ধর্মের স্বীকৃতি দেয় না।
মোট জনসংখ্যা | |
---|---|
আনু. ৭,৮৪১,৮৭০ - ৯,৩৪১,৮৭০ | |
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল | |
ভারত | |
ঝাড়খণ্ড | ৪,২২৩,৫০০ |
পশ্চিমবঙ্গ | ২,৫১২,৩৩১ |
বিহার | ১,৩৪৯,৪৬০ |
ছত্তীসগঢ় | ৭৬৮,৯১০ |
ওডিশা | ৪৭৮,৩১৭ |
বাংলাদেশ | ৫০০,০০০ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Religious Complexity in Northeastern South Asia"। GeoCurrents। সংগ্রহের তারিখ ২০২১-১০-২১।
- ↑ Minahan 2012
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে সরনা ধর্ম সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- "Adivasi Religion and Society Network"। arsnetwork.org।