সরকারি বি এম সি মহিলা কলেজ, নওগাঁ
সরকারি বি এম সি মহিলা (বসির উদ্দিন মেমোরিয়াল চ্যারিটেবল) কলেজ বাংলাদেশের নওগাঁ শহরে অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৮৫ সালে এই কলেজটি জাতীয়করণ করা হয়। কলেজটি নওগাঁ শহরের কেন্দ্রস্থলে মুক্তির মোড়ের পাশে অবস্থিত। এটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান ডিগ্রি প্রদান করে থাকে। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক কোর্স পরিচালনা করা হয়।[২]
![]() | |
প্রাক্তন নাম | নওগাঁ মহিলা কলেজ |
---|---|
নীতিবাক্য | জ্ঞানই শক্তি |
ধরন | সরকারি কলেজ |
স্থাপিত | ১৯৮৫ |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
অধ্যক্ষ | প্রফেসর মোঃ মাহফিজুর রহমান [১] |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৩১+ |
শিক্ষার্থী | ১,৭০০+ |
স্নাতক | স্নাতক (পাস), স্নাতক (সম্মান) |
অন্যান্য শিক্ষার্থী | উচ্চ মাধ্যমিক,ডিগ্রী |
অবস্থান | , ২৪°৪৮′৪১″ উত্তর ৮৮°৫৬′২৯″ পূর্ব / ২৪.৮১১৩৯৫° উত্তর ৮৮.৯৪১৪৫৯° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহর |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
![]() |
ইতিহাসসম্পাদনা
নওগাঁ জেলায় নারীদের উচ্চশিক্ষার কোন শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় দেশ স্বাধীন হবার পরে, ১৯৭২ সালে নারীদের জন্য আলাদা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়। তৎকালীন কেন্দ্রীয় পরিষদের সদস্য গিয়াস উদ্দিন সরদার, মুক্তিযুদ্ধের সংগঠক ও রাজনীতিবিদ আব্দুল জলিলসহ এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ মহিলাদের জন্য একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোক্তা নেন।[৩] তাদের প্রচেষ্টায় প্রাথমিকভাবে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে নওগাঁ মহিলা কলেজ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম শুরু হয়। এরপর অফিসার্স ক্লাবে (বর্তমান কলেজের ছাত্রীনিবাস ভবনে) কলেজটিকে স্থানান্তরিত করা হয়। মো. মহসিন আলী কলেজের প্রথম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন।[৩][৪] ১৯৮২ সালের ২৫ মার্চ রাজশাহীর শাহ মখদুম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন এই কলেজের দ্বিতীয় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান।
কলেজটিতে প্রথমে উচ্চ মাধ্যমিক পর্যায়ের মানবিক ও বিজ্ঞান শাখা দিয়ে কলেজের শিক্ষা কার্যক্রম শুরু করা হয়। পরে ১৯৮৪ সালে কলেজে মানবিক বিভাগের স্নাতকের (পাস) কোর্স চালু হয়। ১৯৮৫ সালের ২৭ এপ্রিল নওগাঁ শহরের এ.টি.এম. মাঠে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ মহিলা কলেজকে জাতীয়করণের ঘোষণা দেন। ১৯৮৫ সালের ১ জুলাই কলেজটিকে সরকারি আত্তীকরণ করা হয়।[৫][৬]
কলেজের অধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন, গভর্নিং বডির সদস্য ও তৎকালীন রাজনীতিবিদ মো. আলমগীর কবীর এবং এলাকার ব্যক্তিবর্গের প্রচেষ্টায় কলেজের নিজস্ব ভবন (বর্তমান ভবন) নির্মাণ করা হয়। নওগাঁ গাজা সোসাইটির তৎকালীন পরিচালক বসির উদ্দিন খান বাহাদুর এই কলেজের ভবন নির্মাণের জন্য জমি দান করেন, যেখানে পূর্বে বিএমসি কলেজ নামক শিক্ষা প্রতিষ্ঠান ছিল।[৪] পূর্বের বিএমসি কলেজের স্থানে নতুন আরেকটি কলেজ স্থাপন করায়, পরে কলেজের নাম পরিবর্তন করে সরকারি বিএমসি মহিলা কলেজ, নওগাঁ (বসির উদ্দিন মেমোরিয়াল চ্যারিটেবল) নামকরণ করা হয়।[৩][৪]
অবস্থানসম্পাদনা
নওগাঁ জেলা শহরের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত মুক্তির মোড় থেকে দক্ষিণ দিকে অতি নিকটেই কলেজটি অবস্থিত। নওগাঁর প্রধান জামে মসজিদের পাশেই কলেজটি অবস্থিত।
শিক্ষা কার্যক্রমের ইতিহাসসম্পাদনা
১৯৭২ সালে কলেজটি প্রতিষ্ঠিত হবার পর থেকেই উচ্চ মাধ্যমিক পর্যায়ের মানবিক ও বিজ্ঞান শাখা দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে। কলেজে ১৯৮৪ সালে কলেজে মানবিক বিভাগের স্নাতক (পাস) শিক্ষা কার্যক্রম শুরু হয়। ২০০৭ সালে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকের (সম্মান) শিক্ষা কার্যক্রম চালু হয়। ২০০৮ সালে সমাজবিজ্ঞান ও ২০১০ সালে পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতকের (সম্মান) পাঠদান শুরু হয়।[৫] ২০১৩-২০১৪ শিক্ষা বছরে বাংলা ও সমাজবিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়।[৩][৪]
বর্তমান অনুষদ ও বিভাগসমূহসম্পাদনা
নওগাঁ সরকারি বি এম সি মহিলা কলেজে ৩টি অনুষদের অধীনে ১৪টি বিভাগে পাঠদান কার্যক্রম চালু রয়েছে।[৩] সেগুলো হল:
বিজ্ঞান অনুষদসম্পাদনা
কলা এবং মানবিক অনুষদসম্পাদনা
- বাংলা বিভাগ
- ইংরেজি বিভাগ
- অর্থনীতি বিভাগ
- সমাজবিজ্ঞান বিভাগ
- দর্শন বিভাগ
- রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
ব্যবসায় শিক্ষা অনুষদসম্পাদনা
- হিসাববিজ্ঞান বিভাগ
- ব্যবস্থাপনা বিভাগ
সুবিধা এবং বৈশিষ্ট্যসমূহসম্পাদনা
ভবন সমূহসম্পাদনা
কলেজের মূল ভবনগুলোতে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ও পরীক্ষা নেওয়া হয়। ভবনে কর্মচারীদের কার্যালয়, অধ্যক্ষের কার্যালয়, শিক্ষকদের আলাদা কার্যালয়, বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের ল্যাব, কম্পিউটার ল্যাব ও অন্যান্য সুবিধা আছে।
আবাসিক হলসমূহসম্পাদনা
কলেজের ২ টি আবাসিক হল রয়েছে। একটি কলেজ প্রাঙ্গণের একপাশে অবস্থিত। অন্যটি নওগাঁ শহরের কে ডি মোড়ের নিকটে ডাকবাংলার ঠিক বিপরীতে অবস্থিত। হল পরিচালনা করার জন্য শিক্ষকরা দায়িত্বে থাকে।
গ্রন্থাগারসম্পাদনা
সরকারি বি এম সি কলেজের গ্রন্থাগারে বিভিন্ন পাঠদান বিষয়ের পাশাপাশি ধর্মীয়, মুক্তিযোদ্ধা বিষয়ক, উপন্যাস ও অন্যান্য বিষয়ে অনেক বই আছে। [৭] শিক্ষার্থীরা গ্রন্থাগারে বসে বা প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র দেখিয়ে গ্রন্থাগারিক কাছ থেকে বই নির্দিষ্ট সময়ের জন্য ধার নিতে পারে।
প্রকাশনাসম্পাদনা
সরকারি বি এম সি কলেজের নিয়মিত ভাবে জনপ্রিয় বার্ষিকী ও সাময়িকী প্রকাশের ঐতিহ্য বিদ্যমান। শিক্ষার্থীদের সৃজনশীল লেখা অভিজ্ঞ শিক্ষকদের সম্পাদনায় বার্ষিকী ও সাময়িকীতে প্রকাশ পায়।
শহীদ মিনারসম্পাদনা
নওগাঁ জেলার প্রথম শহীদ মিনার এই কলেজে অবস্থিত। ১৯৫৬ সালের ২১ ফেব্রুয়ারি আব্দুল হাই তালুকদার শহীদ মিনারটি প্রথমিকভাবে বাঁশ, কাঠ ও কাঁদা মাটি দিয়ে নির্মাণ করেছিলেন।[৮] পরে কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় সংস্কার করে।[৯] প্রতি বছর শহীদদের সম্মানে ফুল দেওয়া হয়।
কলেজের মাঠসম্পাদনা
কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা নিয়িমিত খেলাধুলা, শরীরচর্চা করে। তাছাড়া বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। [১০][১১]
সহশিক্ষা কার্যক্রমসম্পাদনা
কলেজের শিক্ষার্থীদেরকে সহশিক্ষা কার্যক্রমে উদ্বুদ্ধ করতে কলেজে বিভিন্ন সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া ডিবেটিং ক্লাব, থিয়েটার ক্লাব, বিএনসিসি, রোভার স্কাউট কার্যক্রমও পরিচালিত হয় কলেজে। এছাড়া বার্ষিক মিলাদ মাহফিল, বনভোজন আয়োজন করা হয়।
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "সরকারি বি.এম.সি মহিলা কলেজ - অধ্যক্ষের কার্যকাল"। www.gbmcwc.net। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৮।
- ↑ "নওগাঁ সদর উপজেলার কলেজের তালিকা"। ২০২০-০৬-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৮।
- ↑ ক খ গ ঘ ঙ "নওগাঁর সেই মহিলা কলেজ"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৮।
- ↑ ক খ গ ঘ "কলেজের ইতিহাস"। www.gbmcwc.net। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৮।
- ↑ ক খ "নওগাঁ বিএমসি কলেজের ৯৭৬ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৮।
- ↑ "নওগাঁ বিএমসি সরকারী মহিলা কলেজ"। bhaluka24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৮।
- ↑ "সরকারি বি.এম.সি মহিলা কলেজ - গ্রন্থাগার"। www.gbmcwc.net। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৮।
- ↑ "নওগাঁর প্রথম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ | banglatribune.com"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৮।
- ↑ "সরকারি বি এম সি মহিলা কলেজের শহীদ মিনার নির্মাণ এবং তৎসংলগ্ন প্রয়োজনীয় সংস্কারের জন্য কলেজের নিজস্ব তহবিল হতে অর্থ ব্যয়ের অনুমতি প্রদান"। ২০১৭-০২-২৮। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৯।
- ↑ "নওগাঁ সরকারী বি,এম,সি মহিলা কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান"। সময়নিউজ২৪.কম। ২০১৯-০৩-৩১। ২০২০-০৬-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৮।
- ↑ "নওগাঁ বিএমসি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত"। নওগাঁ দর্পন। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৮।