সরকারি নূরুননাহার মহিলা কলেজ

ঝিনাইদহ জেলার সরকারি কলেজ

সরকারি নূরুননাহার মহিলা কলেজ হলো ঝিনাইদহ জেলার একটি সরকারি মহিলা কলেজ। ঝিনাইদহ জেলার নারীদের মানসম্মত শিক্ষা প্রদানের উদ্দেশ্যে ১৯৮৫ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। বাস্তব, যুগোপযোগী ও গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদানই এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য।[১]

সরকারি নূরুননাহার মহিলা কলেজ
Govt. Nurunnaher Women's College
ধরনসরকারি
স্থাপিত১৯৮৫; ৩৯ বছর আগে (1985)
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষপ্রফেসর অনুতোষ কুমার
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৪৭ জন
শিক্ষার্থী১৮০০ জন (প্রায়)
অবস্থান,
২৩°৩২′২৫″ উত্তর ৮৯°১০′৪৬″ পূর্ব / ২৩.৫৪০৩৭৮০° উত্তর ৮৯.১৭৯৩৩০৯° পূর্ব / 23.5403780; 89.1793309
ওয়েবসাইটwww.nurunnaharmohilacollege.edu.bd
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

নামকরণ সম্পাদনা

বিশিষ্ট রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকী এর মাতা নূরুননাহার -এর নামানুসারে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েহে।[২]

বিভাগ সমূহ সম্পাদনা

  • বিজ্ঞান
  • মানবিক
  • ব্যবসায় শিক্ষা

সহশিক্ষা কার্যক্রম সম্পাদনা

সাংস্কৃতিক সপ্তাহ, বক্তৃতা, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, শিক্ষা সফর, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, জাতীয় দিবস উদযাপন, নবীনবরণ, অভিভাবক দিবস, বিশেষ দোয়া ও মোনাজাত ইত্যাদি সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।[৩]

চিত্রশালা সম্পাদনা

 
প্রধান ফটক
 
কলেজের শহিদ মিনার

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সরকারি নূরুননাহার মহিলা কলেজ সম্পর্কে"প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট-সরকারি নূরুননাহার মহিলা কলেজ। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০৪ 
  2. "নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস"প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট-সরকারি নূরুননাহার মহিলা কলেজ। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০৫ 
  3. "সহশিক্ষা কার্যক্রমে সরকারি নূরুননাহার মহিলা কলেজ"প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট-সরকারি নূরুননাহার মহিলা কলেজ। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৬