সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গনি কলেজ
সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গনি কলেজ বাংলাদেশের লালমনিরহাট জেলার একটি পুরোনো ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা সদরে এই কলেজটি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠাতা কাজী নুরুজ্জামান (সাবেক এমপি)।[২] কলেজটিতে বর্তমানে উচ্চ মাধ্যমিক শ্রেণি ও স্নাতক (পাস) শ্রেণিতে শিক্ষা দান করা হয়।[৩]
![]() | |
ধরন | সরকারি |
---|---|
স্থাপিত | ১৯৬৮ লালমনিরহাট, বাংলাদেশ |
ইআইআইএন | ১২৩০২৭ |
অধ্যক্ষ | মো. হাবিবুর রহমান |
শিক্ষার্থী | ২,০০০ + |
অবস্থান | |
ওয়েবসাইট | কলেজ তথ্য-বাতায়ন |
![]() |
প্রতিষ্ঠার পটভূমি
সম্পাদনাউত্তরাঞ্চলের সীমান্তবর্তী উপজেলা পাটগ্রামের স্থানীয় অধিবাসীদের শিক্ষার সুযোগ দানের লক্ষ্যে ১৯৬৮ সালে কলেজ স্থাপনের জন্য এলাকার বিশিষ্ট সমাজ সেবী মোঃ জসমুদ্দিন সরকার এবং কাজী আব্দুল গনী একত্রে একখন্ড জমি দান করেন; যেখানে প্রতিষ্ঠা করা হয় এই কলেজটি।
ক্যাম্পাস
সম্পাদনাকলেজ ক্যাম্পাসটি পাটগ্রাম-বুড়িমাড়ি বাইপাস সড়কের পার্শ্বে অবস্থিত।
অনুষদ ও বিভাগসমুহ
সম্পাদনাএই শিক্ষাপ্রতিষ্ঠানে ২ বছর মেয়াদী উচ্চ মাধ্যমিক শ্রেণী ও ৩ বছর মেয়াদী স্নাতক (পাস) শ্রেণীতে শিক্ষা দান করা হয়।
উচ্চ মাধ্যমিক শ্রেণী
সম্পাদনা- মানবিক বিভাগ
- বিজ্ঞান বিভাগ
- ব্যবসায় শিক্ষা বিভাগ
স্নাতক (পাস) শ্রেণী
সম্পাদনা- কলা অনুষদ
- সমাজ বিজ্ঞান অনুষদ
- ব্যবসায় শিক্ষা অনুষদ
একাডেমিক সুযোগ সুবিধা
সম্পাদনাএকাডেমিক ভবন
সম্পাদনালাইব্রেরী
সম্পাদনাবোটানিক্যাল গার্ডেন
সম্পাদনাকলেজের সুযোগ সুবিধা
সম্পাদনাহোস্টেল
সম্পাদনাখেলার মাঠ
সম্পাদনামসজিদ
সম্পাদনাসহশিক্ষা কার্যক্রম
সম্পাদনাকলেজে বর্তমানে বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রম চালু রয়েছে:
- বি. এন. সি. সি. - মহাস্তানগড় রেজিমেন্ট এর অধীনে এই কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-এর একটি পুরুষ প্লাটুন রয়েছে।
- রোভার স্কাউট - বাংলাদেশ স্কাউটস-এর অধীনে এই কলেজে একটি রোভার স্কাউট ইউনিট রয়েছে।
- রেড ক্রিসেন্ট - বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর অধীনে এই কলেজে একটি রেড ক্রিসেন্ট ইউনিট রয়েছে।
সাংস্কৃতিক কার্যক্রম
সম্পাদনাপ্রতি বছর এই কলেজে বাংলা নববর্ষ-এর অনুষ্ঠান উদযাপিত হয়। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডও এখানে দেখা যায়।
কৃতি শিক্ষার্থী
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "আগুন লাগাতে দেব না ॥ পাটগ্রামে বিশাল সমাবেশে শেখ হাসিনা"। দৈনিক জনকন্ঠ। ২০ অক্টোবর ২০১১। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "সরকারী জসমুদ্দিন কাজী আব্দুল গনি কলেজ"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার - উপজেলা তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "পাটগ্রাম সরকারি কলেজে অনার্স চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন"। দৈনিক নয়াদিগন্ত। ১০ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
বহিঃসংযোগ
সম্পাদনা- 'সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গনি কলেজ'-এর তথ্য বাতায়ন।