সম্মিলিত সামরিক হাসপাতাল (ঢাকা)

বাংলাদেশের একটি হাসপাতাল
(সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে পুনর্নির্দেশিত)

সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা হল ঢাকা সেনানিবাসে অবস্থিত একটি হাসপাতাল।[][] এটি বাংলাদেশের সকল ক্যান্টনমেন্টে অবস্থিত সম্মিলিত সামরিক হাসপাতালের চেইনের একটি।[]

সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা
অবস্থান
ঢাকা সেনানিবাস, ঢাকা
,
সংক্ষিপ্ত নামসিএমএইচ
অধিভুক্তিবাংলাদেশ সামরিক বাহিনী
ওয়েবসাইটwww.army.mil.bd
মানচিত্র

সমস্ত সামরিক কর্মকর্তা (সেনা, বিমান, নৌ) বাহিনীর সকল সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা এখান থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ পেয়ে থাকেন। এখানকার সব ডাক্তার সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন মেডিকেল কলেজ থেকে এএফএমসি / এএমসি স্নাতক। সশস্ত্র বাহিনীর সদস্য ছাড়াও চিকিৎসা খরচ বহন সাপেক্ষে বেসামরিক ব্যক্তিরাও সেবা গ্রহণ করতে পারেন।

চিকিৎসা

সম্পাদনা

সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকার বিএমটি সেন্টারে রোগীদের জন্য আধুনিক চিকিৎসা সুবিধা রয়েছে। এখানে ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের মতো দেশগুলোর ব্যয়বহুল চিকিৎসার তুলনায় ব্লাড ক্যান্সার ও রক্ত সংক্রান্ত রোগের চিকিৎসা কম খরচে করা যায়। নতুন প্রতিষ্ঠিত বিএমটি সেন্টারে বিএমটি ল্যাব, একটি বিশেষ হ্যামাটোলোজি ওয়ার্ড, স্টেম সেল ল্যাব, এ্যাপারসিস রুম, এইচইপিএ ফিল্টার/এইচভিএসি সিস্টেম এবং ব্লাড ব্যাংকসহ বেশ কয়েকটি স্থাপনা রয়েছে। এতে বেসামরিক ও সামরিক উভয় ধরনের রোগীই চিকিৎসা পায়।[][][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Sylhet blast: Injured Rab Intel chief Azad dies"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৩-৩১। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-৩০ 
  2. "Dhaka café attackers buried as none claims bodies"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৯-২২। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-৩০ 
  3. "সিএমএইচ ঢাকা ও বিএসএমএমইউ হাসপাতাল এর মধ্যে কিডনী প্রতিস্থাপন বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুিষ্ঠত"আইএসপিআর। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৮ 
  4. "সিএমএইচে বেসামরিক শ্রবণ ও বাকপ্রতিবন্ধীদের জন্যও চিকিৎসা"এনটিভি। ২০১৯-০৭-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৮ 
  5. "নিঃসন্তান দম্পতির চিকিৎসায় সিএমএইচ-এর ফার্টিলিটি সেন্টার"বাংলা ট্রিবিউন। ২০১৯-০৭-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৮ 
  6. "সিএমএইচ ফার্টিলিটি সেন্টারে বেসামরিক পরিসরে চিকিৎসা"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৮