সম্পূর্ণা লাহিড়ী

ভারতীয় বাঙালি অভিনেত্রী

সম্পূর্ণা লাহিড়ী একজন বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী।

সম্পূর্ণা লাহিড়ী
জন্ম২১ শে ফেব্রুয়ারি ১৯৯১
কলকাতা, পশ্চিমবঙ্গ
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী
পরিচিতির কারণনজর

অভিনয় জীবন সম্পাদনা

তার অভিনয় জীবনের শুরু হয়েছিল টেলিভিশনের ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে। ২০১২ সালে গোড়ায় গণ্ডগোল ছবিতে তার বড় পর্দায় আত্মপ্রকাশ হয়। একই বছরে তিনি অ্যাকসিডেন্ট ও পাঁচ অধ্যায় ছবিতে অভিনয় করেছিলেন। [১]

কাজ সম্পাদনা

সিনেমা সম্পাদনা

বছর চলচ্চিত্র পরিচালক
২০১২ গোড়ায় গণ্ডগোল অনিকেত চট্টোপাধ্যায়
২০১২ অ্য়া‌কসিডেন্ট নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়
২০১২ পাঁচ অধ্যায় প্রতিম ডি গুপ্ত
২০১৪ টেক ওয়ান(অতিথি উপস্থিতি) ময়নাক ভৌমিক
২০১৪ ব্যোমকেশ ফিরো এলো অঞ্জন দত্ত
২০১৬ জানবাজ সুমিত দত্ত
২০১৬ জেনানা বরশালি চ্যাটার্জী
২০১৬ সঙ্গাবোরা বুলান ভট্টাচার্য
২০১৬ পরবাস নীলাদ্রি লাহিড়ী
২০১৬ অন্তরলিন অরিন্দম ভট্টাচার্য
২০১৭ দুর্গা সহায় অরিন্দম শীল
২০১৭ আমার শহর জেনি এবং দীপায়ণ
২০১৭ হরিপদ হরিবোল সুবির সাহা
আসন্ন কলকাতা ২০১২ বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়
২০১৯ শঙ্কর মুদি (অতিথি উপস্থিতি) অনিকেত চট্টোপাধ্যায়
আসন্ন পাইড পাইপার

(হিন্দি)

বিবেক বুধাকোটি
আসন্ন তৃতীয় অনিমেষ বোস

ওয়েব সিরিজ সম্পাদনা

হইচই অ্যাপ এবং ওয়েবসাইটের জন্য অরিজিনাল
তারিখ নাম সহঅভিনেতা পরিচালক
২১ ফেব্রুয়ারি বউ কেনো সাইকো পৌলমি দাস, অমৃতা চট্টোপাধ্যায়, রুপাঞ্জনা মিত্র, সায়নি ঘোষ, দর্শনা বণিক, অঙ্কিতা চক্রবর্তী, গৌরব চ্যাটার্জী, রাজদীপ গুপ্ত, দ্বৈপায়ন দাস, ইন্দ্রশিস রায়, কৌশিক ভট্টাচার্য, অনির্বাণ ভট্টাচার্য, সৌরভ দাস দেবালয় ভট্টাচার্য
৪ আগস্ট ডার্ক ওয়েব সাহেব ভট্টাচার্য সায়ন্তন ঘোষাল

টিভি সম্পাদনা

  • তারে আমি চোখে দেখিনি [২] (স্টার জলসা )
  • বিগ বস বাংলা "প্রতিযোগী" (ইটিভি বাংলা)
  • ব্যোমকেশ (চিড়িয়াখানা) (কালার্স‌ বাংলা)
  • রবি ঠাকুরের গল্প‌ (নৌকাডুবি) (কালার্স‌ বাংলা)
  • মহানায়ক (স্টার জলসা)
  • ব্যোমকেশ (২০১৪ টিভি ধারাবাহিক)
  • নজর ডাইনী / মায়া ( স্টার জলসা )

চিত্র সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Tolly impasse resolved"The Telegraph (Calcutta)। ২০ ডিসেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১২ 
  2. "Sampurna Lahiri debut"The Times of India। ২৯ ডিসেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১২ 

বহিঃসংযোগ সম্পাদনা