সমর (১৯৯৯-এর চলচ্চিত্র)

হিন্দি ভাষার চলচ্চিত্র

'সমর' (দ্বন্দ্ব) ১৯৯৯ সালের একটি হিন্দি চলচ্চিত্র । এটির পরিচালক ছিলেন শ্যাম বেনেগল। ছায়াছবির কাহিনিটি মধ্যপ্রদেশের একটি গ্রামের এক সত্য ঘটনাকে ভিত্তি করে রচিত । ছবিটি প্রযোজনা করেছিল ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। অভিনয়ে ছিলেন রাজেশ্বরী সচদেব, রজিত কাপুর, রঘুবীর যাদব, সীমা বিশ্বাস প্রমুখ শিল্পী । ছায়াছবিটি ১৯৯৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে শ্রেষ্ঠ ছায়াছবি হিসেবে স্বর্ণকমল পুরস্কার জিতে নেয় ।

সমর
পরিচালকশ্যাম বেনেগল
প্রযোজকভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন,[] রাজ পিউস (নির্বাহী প্রযোজক)[]
রচয়িতাআশোক মিশ্র
শ্রেষ্ঠাংশে
সুরকারবনরাজ ভাটিয়া
চিত্রগ্রাহকরাজন কোথারি
সম্পাদকআসিম সিনহা
মুক্তি১৯৯৯
স্থিতিকাল২৬ মিনিট
ভাষাহিন্দি / উর্দু

সারাংশ

সম্পাদনা

এক দলিত কৃষক ইচ্ছাপূরণের পর মন্দিরে দেবতাকে প্রণাম জানাতে গেলে উচ্চবর্ণ জমিদার তাকে অপমান করে। এই বিষয়টিকে নিয়েই সিনেমা বানাতে সেই গ্রামে উপস্থিত হয় এক পরিচালক ও কলাকুশলীরা। শহরের মানুষের লঘু মানসিকতা ও জাতপাত ব্যবস্থার বৈষম্যের কারণে সেখানে প্রবল সমস্যা দেখা দেয়। সমর মূলত ভারতীয় সমাজের জাতপাত উচ্চনীচ প্রথাকেই তুলে ধরেছে।

অভিনয়

সম্পাদনা

পুরস্কার

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Dharekar, Anil (১৭ জানুয়ারি ২০০৩)। "What makes Shyam special"The Hindu। Chennai, India। ২৭ জুন ২০০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১১ 
  2. "Raj Pius"। IMDB। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১১