সন্ত পলের গির্জা, মিউনিখ

গির্জা

সন্ত পলের গির্জা (জার্মান: St Paul বা Paulskirche) জার্মানির বাভারিয়া রাজ্যের মিউনিখের লুডভিগসভোরস্তাদ-ইসারভোরস্তাদের মধ্যে অবস্থিত একটি বৃহৎ ক্যাথলিক গির্জা। গির্জাটির নির্মান কাজ ১৮৯২ সালে শুরু হয় এবং ১৯০৬ সালে শেষ হয়। এর নকশা করেন অস্ট্রিয়ার স্থপতি জর্জ ভন হওবেরিসসার। এটিকে তিনি গোথিক পুনর্জাগরণ নকশার আদলে তৈরি করেন। এটি থেরেসিয়েনওয়েইসের উত্তর দিকে অবস্থিত।[১]

সন্ত পলের গির্জা
Paulskirche
সন্ত পলের গির্জা
মানচিত্র
৪৮°০৮′১১″ উত্তর ১১°৩৩′০৮″ পূর্ব / ৪৮.১৩৬৩৯° উত্তর ১১.৫৫২২২° পূর্ব / 48.13639; 11.55222
অবস্থানলুডভিগসভোরস্তাদ-ইসারভোরস্তাদের, মিউনিখ
দেশজার্মানি
মণ্ডলীক্যাথলিক গির্জা
ইতিহাস
স্থাপত্য
মর্যাদাসক্রিয়
স্থপতিজর্জ ভন হওবেরিসসার
শৈলীগোথিক পুনর্জাগরণ স্থাপত্য
নির্মাণের বছর১৮৯২
নির্মাণকাজ সমাপ্তির তারিখ১৯০৬

স্থাপত্য সম্পাদনা

 
জার্মানির বাভারিয়া রাজ্যে অবস্থিত সন্ত পলের গির্জা।

গির্জার বাইরের সজ্জার জন্য আন্সবাখ থেকে তৈরি চুনাপাথর ব্যবহার করা হয়েছে। অভ্যন্তরীণ সজ্জার জন্য উচ্চ বাভারিয়ার টাফ (চুনময় পাথর) ব্যবহার করা হয়েছে এবং নির্মাণ সামগ্রীর মধ্যে মূখ্য উপাদান ছিল ইট। গির্জাটির প্রধান মিনারের উচ্চতা ৯৭ মিটার (৩১৮ ফু), ফ্রাঙ্কফুর্ট ক্যাথিড্রালের মিনারের মতো করে এটি তৈরি করা হয়েছে। পশ্চিম দিকে দুটি মিনার অবস্থিত। এদের প্রত্যেকের উচ্চতা ৭৬ মিটার (২৪৯ ফু) মিটার। পশ্চিম দিকের প্রধান প্রবেশদ্বারের উপরে একটি বড় গোলাপী জানালা দ্বারা গির্জাটিকে সজ্জিত করা হয়েছে।[২]

ইতিহাস সম্পাদনা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ১৯৪৪ সালের ডিসেম্বরে, বোমা হামলার কারণে গির্জাটি ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়। গুরুত্বপূর্ণ কিছু উপাদান চুরি হয়ে যায়। বিশেষ করে উঁচু বেদির উপাদানসমূহ।

১৯৬০ সালের ১৭ ডিসেম্বরে, কনভায়ার সি-১৩১ডি সামারিটান, মিউনিখ-রিম বিমানবন্দর থেকে উড্ডয়নের পর গির্জাটির বুরুজে আঘাত করে এবং ভূপাতিত হয়।

২০১৯ সালের ২৫ এপ্রিল, ইস্টারের সময় গির্জাটিতে একজন ব্যক্তি "আল্লাহু আকবর" বলে চিৎকার দিয়ে ওঠে, এতে গির্জায় অবস্থিত মানুষেরা ভয় পেয়ে দৌড়ে পালাতে চেষ্টা করে। পালানোর সময় ২৪ জন আহত হয়। পরে পুলিশ সোমালিয়া থেকে আগত ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে। অবশ্য তার কাছে কোন অস্ত্র বা বিস্ফোরক কিছুই পাওয়া যায় নি।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Lieb, N. (১৯৭১)। München: die Geschichte seiner Kunst (জার্মান ভাষায়)। G.D. W. Callwey। পৃষ্ঠা 304। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৮ 
  2. Abend, B. (২০১৮)। Baedeker Reiseführer München: mit Downloads aller Karten und Grafiken। Baedeker Reiseführer E-Book (জার্মান ভাষায়)। Mairdumont GmbH & Company KG। পৃষ্ঠা 229। আইএসবিএন 978-3-8297-9454-1। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৮Blickfang an der Landwehrstraße Nordöstlich der Theresienwiese ragt die neogotische Sankt-Pauls-Kirche (1892–1906) mit ihrem 97 m hohen Hauptturm auf, neben der Frauenkirche das größte Gotteshaus Münchens und mit ihrer ... 
  3. "24 Injured In Panic As Man Shouts Allahu Akbar In Church"। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা