সদগতি
সত্যজিৎ রায় পরিচালিত ১৯৮১ সালের টেলিভিশন চলচ্চিত্র
সদগতি ১৯৮১ সালে সত্যজিৎ রায় নির্মিত হিন্দি চলচ্চিত্র, যা মূলত টেলিভিশনের জন্য তৈরি করা হয়েছিল। এটি মুন্সি প্রেমচাঁদ কর্তৃক একই নামে রচিত ছোট গল্প অবলম্বনে নির্মিত।[১]
সদগতি Sadgati | |
---|---|
পরিচালক | সত্যজিৎ রায় |
প্রযোজক | দূরদর্শন, ভারতের জাতীয় টেলিভিশন |
রচয়িতা | অম্রিত রাই, সত্যজিৎ রায় (সংলাপ) |
চিত্রনাট্যকার | সত্যজিৎ রায় |
কাহিনিকার | মুন্সি প্রেমচাঁদ |
উৎস | মুন্সি প্রেমচাঁদ কর্তৃক ছোট গল্প সদগতি |
শ্রেষ্ঠাংশে | ওম পুরী স্মিতা পাতিল মোহন আগাশে গিতা সিদ্ধার্থ রিচা মিশ্রা |
সুরকার | সত্যজিৎ রায় |
চিত্রগ্রাহক | সৌমেন্দু রায় |
সম্পাদক | দুলাল দত্ত |
মুক্তি |
|
স্থিতিকাল | ৫২ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
কাহিনী
সম্পাদনাঅভিনয়ে
সম্পাদনা- ওম পুরী দুখী
- স্মিতা পাতিল ঝুরিয়া
- মোহন আগাশে ব্রাম্মণ
- গীতা সিদ্ধার্থ - ব্রাম্মনের স্ত্রী
- রিচা মিশ্রা - ধানিয়া
কলাকুশলী
সম্পাদনা- শিল্প নির্দেশনা: অশোক বসু
- শব্দ নির্মাণ: অমুল্য দাস
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Satyajit Ray (২ এপ্রিল ২০১৩)। Satyajit Ray on Cinema। Columbia University Press। পৃষ্ঠা 158–। আইএসবিএন 978-0-231-53547-2।