সত্যায়ন কর্তৃপক্ষের নিয়ন্ত্রক
সত্যায়ন কর্তৃপক্ষের নিয়ন্ত্রক বা কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি সরকারি সংস্থা যা সরকারি সেবা এবং ক্রয় পদ্ধতিতে ডিজিটাইজেশনের জন্য দায়ী। সংস্থাটি বাংলাদেশে ই-কমার্সকে উৎসাহিত করার জন্য ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তাব করে।[১]
গঠিত | ১৯৭৩ |
---|---|
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
প্রধান প্রতিষ্ঠান | ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (বাংলাদেশ) |
সম্পৃক্ত সংগঠন | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ |
ওয়েবসাইট | Controller of Certifying Authority |
ইতিহাস
সম্পাদনা২০০৬ সালের ( সংশোধিত) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুসারে ২০১১ সালের মে মাসে কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ সংস্থাটি স্থাপিত হয়। সংস্থাটি বাংলাদেশ সরকার কর্তৃক নিযুক্ত নিয়ন্ত্রক দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশ সরকারের সরকারি বিভাগে ডিজিটাল স্বাক্ষর এবং ইলেকট্রনিক স্বাক্ষর প্রবর্তন করার জন্য সংস্থাটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।[২][৩] সংস্থাটি বাংলাদেশ সরকারের পাবলিক কি অবকাঠামোর জন্য দায়ী। এটি ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট নির্ধারণ করে।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "CYBER CRIMES: A threat that must be countered"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ১৯ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৯।
- ↑ "History"। cca.gov.bd। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৯।
- ↑ "Digital Bangladesh by 2021"। archive.thedailystar.net (ইংরেজি ভাষায়)। ১৯ জুন ২০১৫। ২৮ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৯।
- ↑ "Activities - কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ-"। cca.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৯।