সত্যবাবু মারা গেছেন
সত্যবাবু মারা গেছেন বাংলাদেশের সাংবাদিক ও সাহিত্যিক ফয়েজ আহমেদ কর্তৃক বিরচিত একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ, মধ্যরাতের অশ্বারোহী সিরিজে দ্বিতীয় বই। এটি ১৯৮৪ সালে প্রথম প্রকাশিত হয়। এর পরবর্তী ও শেষ খন্ডের নাম নন্দনে নন্দিনী। লেখাটি বই আকারে প্রকাশের আগে সাপ্তাহিক বিচিত্রায় ধারাবাহিকভাবে ধরে প্রকাশিত হয়েছিলো। এতে প্রছদ অঙ্কনের পাশাপাশি অভ্যন্তরের কার্টুন একেঁছেন রফিকুন্ নবী।[১]
লেখক | ফয়েজ আহমেদ |
---|---|
প্রচ্ছদ শিল্পী | রফিকুন্ নবী |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
ধরন | স্মৃতিচারণমূলক |
প্রকাশিত | ১৯৮৪ |
প্রকাশক | সাহিত্য প্রকাশ |
মিডিয়া ধরন | মুদ্রিত গ্রন্থ |
পৃষ্ঠাসংখ্যা | ২০৭ পৃষ্ঠা |
আইএসবিএন | ৯-৮৪৪-৬৫৩৩২-০ |
পূর্ববর্তী বই | মধ্যরাতের অশ্বারোহী |
পরবর্তী বই | নন্দনে নন্দিনী |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ওয়াসিফ, ফারুক (২৭-০৪-২০১২)। "'সত্যবাবু মারা গেছেন?'"। prothom-alo.com। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]