সত্যজিৎ দাস রুপু

বাংলাদেশী ফুটবলার

সত্যজিৎ দাস রুপু (সত্যজিৎ দাস নামে সুপরিচিত) হলেন একজন বাংলাদেশী সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় ঢাকা আবাহনীর হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।

সত্যজিৎ দাস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সত্যজিৎ দাস রুপু
জন্ম স্থান বাংলাদেশ
উচ্চতা ১.৭৭ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৮৭–১৯৯২ ঢাকা আবাহনী
১৯৯৩ ব্রাদার্স ইউনিয়ন
১৯৯৪ ঢাকা মোহামেডান
১৯৯৫ মুক্তিযোদ্ধা সংসদ
জাতীয় দল
১৯৮৬–১৯৯৫ বাংলাদেশ
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

১৯৮৭–৮৮ মৌসুমে, বাংলাদেশী ক্লাব ঢাকা আবাহনীর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন;[৩] ঢাকা আবাহনীর হয়ে পাঁচ মৌসুম অতিবাহিত করার পর ১৯৯৩ সালে তিনি ব্রাদার্স ইউনিয়নে যোগদান করেছিলেন। পরবর্তীকালে, তিনি ঢাকা মোহামেডানের হয়ে খেলেছেন। সর্বশেষ ১৯৯৫ সালে, তিনি ঢাকা মোহামেডান হতে মুক্তিযোদ্ধা সংসদে যোগদান করেছিলেন; মুক্তিযোদ্ধা সংসদের হয়ে মাত্র এক মৌসুম খেলার পর তিনি অবসর গ্রহণ করেছিলেন।

রুপু ১৯৮৬ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বাংলাদেশের জার্সি গায়ে তিনি সর্বমোট ১৭ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

১৯৮৬ সালের ২৪শে সেপ্টেম্বর তারিখে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী রুপু ইরানের বিরুদ্ধে অনুষ্ঠিত ১৯৮৬ এশিয়ান গেমসের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেছিলেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচটি ইরান ৪–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] বাংলাদেশের হয়ে অভিষেকের বছরে রুপু সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন।

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

দল সাল ম্যাচ গোল
বাংলাদেশ ১৯৮৬
১৯৮৮
১৯৮৯
১৯৯১
১৯৯৩
১৯৯৫
সর্বমোট ১৭

তথ্যসূত্র সম্পাদনা

  1. প্রতিবেদক, নিজস্ব। "রুপু বলছেন দল গঠনে তিনি হস্তক্ষেপ করেননি"Prothomalo 
  2. "আবার সেই সাফে ম্যানেজার হলেন রুপু"dhakapost.com 
  3. "Satyajit Das Rupu"Sonali Otit Club, Dhaka, Bangladesh (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৫ 
  4. https://www.national-football-teams.com/matches/report/35043/Iran_Bangladesh.html

বহিঃসংযোগ সম্পাদনা