সকদাগামী

বৌদ্ধ ধর্মীয় উপাধি

সকদাগামী (চীনা: 斯陀含) হলো বৌদ্ধ দর্শন মতে এমন ব্যক্তি যিনি ধর্মকে উপলব্ধি করেছেন, এবং প্রথম তিনটি বন্ধন থেকে মুক্ত এবং উল্লেখযোগ্যভাবে চতুর্থ ও পঞ্চম বন্ধন দুর্বল। এরা হলেন বোধোদয়ী (বোধি)। এটি বোধদয়ের চার সোপানের দ্বিতীয় পর্যায়।

সকদাগামী শব্দের আক্ষরিক অর্থ হলো "একবার ফিরে আসা"।[] এরা ইন্দ্রিয়ের রাজ্যে আরও একবার পুনর্জন্ম পাবে। তবে, তারা যদি এই জীবনে জ্ঞানের পরবর্তী স্তর (অনাগামী) অর্জন করে তবে তারা এই পৃথিবীতে ফিরে আসবে না।[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Rhys Davids & Stede (1921–25), p. 660, entry for "Sakadāgāmin" (retrieved 26 Sep 2007 at http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.3:1:2653.pali[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]).