সংশপ্তক (উপন্যাস)
শহীদুল্লা কায়সার রচিত উপন্যাস
(সংশপ্তক থেকে পুনর্নির্দেশিত)
এই নিবন্ধে একাধিক সমস্যা রয়েছে। অনুগ্রহ করে নিবন্ধটির মান উন্নয়ন করুন অথবা আলাপ পাতায় বিষয়গুলো নিয়ে আলোচনা করুন।
|
সংশপ্তক শহীদুল্লাহ কায়সারের একটি উপন্যাস। ১৯৬৪ সালে রচিত এই উপন্যাসটি ১৯৬৫ সালে প্রকাশিত হয়।[১] পরবর্তীতে আবদুল্লাহ আল মামুন নাট্যরূপ প্রদান করেন এবং যা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয়। সংশপ্তক নাটকটি বাংলাদেশে টিভি নাটকের অন্যতম জনপ্রিয় নাটক হিসেবে বিবেচনা করা হয়।[২][৩] সংশপ্তক শব্দের অর্থ হয় জয় না হয় মৃত্যু।
লেখক | শহীদুল্লা কায়সার |
---|---|
দেশ | পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) |
ভাষা | বাংলা |
প্রকাশনার তারিখ | ১৯৬৫ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "অকৃত্রিম দেশপ্রেমিক শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার"। www.dhakanews24.com। ৩-১১-২০০৯। সংগ্রহের তারিখ ২০০৯-১১-০৭। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ সামী, মীর (২০০৯-০৯-২৭)। "টেলিভিশন নাটকে বহুবিধ ধারা প্রবর্তন করেছেন আবদুল্লাহ আল মামুন: মুস্তফা মনোয়ার"। আবদুল্লাহ আল মামুন সেই ধরনের সোপ অপেরায় না গিয়ে সুস' এবং নান্দনিকবোধে পূর্ণ নাটক চয়ন করলেন। নাম ‘সংশপ্তক’। শহিদুল্লাহ কায়সার রচিত এই নাটকটি অনেক জনপ্রিয়তা পেয়েছিল সে সময়ে। এই নাটকের সকল অভিনয় শিল্পীর বাচনভঙ্গী এবং প্রযোজনায় নানা বৈশিষ্ট ছিল। সংশপ্তক আজও শ্রেষ্ঠ সিরিয়াল হিসেবে বিবেচিত হতে পারে। bdnews24.com। ২০১১-০১-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১১-০৭।
- ↑ ফিরোজ, তারেক। "ধারাহীন ধারাবাহিকের গন্তব্য কোথায়"। বিটিভিতে প্রচারিত সংশপ্তক, ঢাকা থাকি, এইসব দিনরাত্রি, বহুব্রীহি, কোথাও কেউ নেই, আজ রবিবার ধারাবাহিক নাটকগুলো ছিল তুমুল জনপ্রিয়। www.sangbad.com.bd। সংগ্রহের তারিখ ২০০৯-১১-০৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনা- সংশপ্তক উপন্যাস নিয়ে আহমেদ মাওলার একটি বিশ্লেষণধর্মী লেখা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ মার্চ ২০১৬ তারিখে
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |