শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির, স্প্যানিশ ফোর্ক

যুক্তরাষ্ট্রের হিন্দু মন্দির

শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটা রাজ্যের উটাহ কাউন্টিতে অবস্থিত। এই মন্দিরের হোলি উৎসব সবচেয়ে জনপ্রিয়।[১]

শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির
হোলি উৎসব ২০১৩ ইং
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
ঈশ্বররাধাকৃষ্ণ
উৎসবসমূহহোলি
অবস্থান
অবস্থান৮৬২৮ দক্ষিণ রাজ্য রোড
স্প্যানিশ ফোর্ক, উটাহ
দেশযুক্তরাষ্ট্র
শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির, স্প্যানিশ ফোর্ক মার্কিন যুক্তরাষ্ট্র-এ অবস্থিত
শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির, স্প্যানিশ ফোর্ক
যুক্তরাষ্ট্রে অবস্থান
স্থানাঙ্ক৪০°০৪′৩৩″ উত্তর ১১১°৩৯′৪৪″ পশ্চিম / ৪০.০৭৫৭০৩° উত্তর ১১১.৬৬২১২২° পশ্চিম / 40.075703; -111.662122
স্থাপত্য
সম্পূর্ণ হয়১৯৯৮
মন্দির
ওয়েবসাইট
www.utahkrishnas.org

ইতিহাস সম্পাদনা

 
শীতকালের রাধাকৃষ্ণ মন্দির, জানুয়ারী ২০০৮

শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের পিছনের ইতিহাসের মূলে রয়েছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর নিবেদিত সদস্য এবং তাদের ধর্ম ও ভারতীয় সংস্কৃতি সম্পর্কে বিস্তৃত বিশ্বে সচেতনতা আনার জন্য তাদের প্রচেষ্টা। এই আন্দোলনের প্রভাব হাজার হাজার বছর আগে কৃষ্ণকে ঘিরে মৌলিক বিশ্বাসের সাথে এবং স্বামী প্রভুপাদের মতো কৃষ্ণচেতনার আধুনিক সমর্থকদের কাছেও খুঁজে পাওয়া যায়। চারু দাসের প্রচেষ্টায় ইসকন কর্তৃক ১৬ ফেব্রুয়ারি ১৯৯৮ সালে মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়।

চিত্রসম্ভার সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "SLC & Spanish Fork Krishna Temples"Radha Krishna Temple in Utah (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা