শ্রী নদী বাংলাদেশের খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় অবস্থিত একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১২ কিলোমিটার।[১] এই নদীটির পানি বোরো ধান আবাদের জন্য কাজে লাগানো হয়। এ ছাড়া বর্ষা মৌসুমে দামুখালী বিল, বিল ডাকাতিয়াসহ ভবদহ অঞ্চলের অন্যান্য বিলের পানি এই নদী দিয়ে নিষ্কাশিত হয়।[২]

শ্রী নদী
দেশ বাংলাদেশ
অঞ্চল খুলনা বিভাগ
জেলা খুলনা জেলা
উৎস ভবদহ, ডুমুরিয়া উপজেলা
মোহনা ভদ্রা নদী
দৈর্ঘ্য ১২ কিলোমিটার (৭ মাইল)

প্রবাহ সম্পাদনা

শ্রী নদী ডুমুরিয়া উপজেলার ভবদহ এলাকার বিলাঞ্চল হতে উৎপত্তি লাভ করেছে এবং কিছুদুর অতিক্রম করে টেকা নদীর প্রবাহ গ্রহণ করেছে। নদীটি পরবর্তীতে ভদ্রা নদীতে পতিত হয়েছে।[১]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. ম ইনামুল হক, বাংলাদেশের নদনদী, অনুশীলন ঢাকা, জুলাই ২০১৭, পৃষ্ঠা ১৭২।
  2. প্রতিনিধি, ভ্রাম্যমাণ (৯ জুন ২০১৫)। "শ্রী নদীতে আড়াআড়ি বাঁধ"প্রথম আলো। ঢাকা: মতিউর রহমান।