শ্রীগঙ্গানগর–তিরুচিরাপল্লী হামসফর এক্সপ্রেস

শ্রীগঙ্গানগর–তিরুচিরাপল্লী হামসফর এক্সপ্রেস ভারতীয় রেলওয়ের একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এক্সপ্রেস ট্রেন, যা  রাজস্থানের উত্তর দিকে অবস্থিত শ্রীগঙ্গানগর এবং তামিলনাড়ুর কেন্দ্রে অবস্থিত তিরুচিরাপল্লী জংশন রেলওয়ে স্টেশনকে রেলপথে সংযুক্ত করে। এটি বর্তমানে সপ্তাহে একবার ২২৪৯৭/২২৪৯৮ ট্রেন নম্বরাঙ্কিত হয়ে পরিচালিত হচ্ছে। ট্রেনটি রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকতামিলনাড়ুর মধ্যে চলাচল করে।

শ্রীগঙ্গানগর–তিরুচিরাপল্লী হামসফর এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনহামসফর এক্সপ্রেস
প্রথম পরিষেবা২৭ ফেব্রুয়ারি ২০১৭; ৭ বছর আগে (2017-02-27)[] (উদ্বোধনী পরিচালনা)
বর্তমান পরিচালকউত্তর পশ্চিম রেল
যাত্রাপথ
শুরুশ্রীগঙ্গানগর জংশন (এসজিএনআর)
বিরতি৩৫
শেষতিরুচিরাপল্লী জংশন (টিপিজে)
ভ্রমণ দূরত্ব৩,১১৬ কিমি (১,৯৩৬ মা)
যাত্রার গড় সময়৫৮ঘ. ২৫মি.
পরিষেবার হারসাপ্তাহিক []
রেল নং২২৪৯৭ / ২২৪৯৮
যাত্রাপথের সেবা
শ্রেণীএসি ৩ টায়ার
আসন বিন্যাসনেই
ঘুমানোর ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাপ্যান্ট্রি কার
অন-বোর্ড ক্যাটারিং
ই-ক্যাটারিং
মালপত্রের সুবিধাসিটের নিচে
কারিগরি
গাড়িসম্ভারএলএইচবি হামসফর
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
পরিচালন গতি৫৩.২ কিমি/ঘ (৩৩.১ মা/ঘ), বিরতি সহ
পথের মানচিত্র

কোচের বৈশিষ্ট্য

সম্পাদনা

ট্রেনগুলি সম্পূর্ণরূপে ভারতীয় রেলওয়ে দ্বারা নকশা করা ৩-স্তরের (টায়ার) এসি স্লিপার ট্রেন এছাড়া রয়েছে স্টেশন, ট্রেনের গতি ইত্যাদির তথ্য দেখানোর জন্য ডিসপ্লের বৈশিষ্ট্য সহ এলইডি স্ক্রিন এবং সেই সাথে প্রতি কামরায় থাকবে ঘোষণার ব্যবস্থা, চা-কফি এবং দুধের ভেন্ডিং মেশিন, বায়ো টয়লেট ও অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা।

কোচে ষোলোটি এসি-৩ টায়ার, একটি প্যান্ট্রিকার ও দুটি জেনারেটর পাওয়ার কার রয়েছে।

পরিষেবা

সম্পাদনা

২২৪৯৭ নং শ্রীগঙ্গানগর–তিরুচিরাপল্লী হামসফর এক্সপ্রেস ৫৩ কিমি প্রতি ঘন্টা বেগে মঙ্গলবার যাত্রা শুরু করে ৫৮ ঘন্টা ২৫ মিনিটে ৩১১৬ কিমি এবং ২২৪৯৮ নং ট্রেনটি বৃহস্পতিবার থেকে শুরু করে ও ৫৪ কিমি প্রতি ঘন্টা বেগে শুক্রবার যাত্রা শুরু করে ৫৭ ঘন্টা ৫৫ মিনিটে ঐ দূরত্ব অতিক্রম করে।

সময় সারণী

সম্পাদনা

২২৪৯৭ - প্রতি মঙ্গলবার রাত ২:০০ নাগাদ শ্রীগঙ্গানগর থেকে রওনা হয় ও বৃহস্পতিবার সকাল ১১:২০ নাগাদ তিরুচিরাপল্লী পৌঁছায়।

২২৪৯৮ - প্রতি শুক্রবার ট্রেনটি তিরুচিরাপল্লী থেকে রওনা হয় ও পরের রবিবার দুপুর ১:৪০ নাগাদ শ্রীগঙ্গানগরে পৌঁছায়।

লোকো লিংক

সম্পাদনা

এই ট্রেনটি ভগত কি কোঠি ডিজেল লোকো শেড ডব্লিউএপি-৪ বা ডব্লিউএপি-৪ডি লোকোমোটিভ দ্বারা শ্রীগঙ্গানগর থেকে আমেদাবাদ পর্যন্ত যায়। তারপরে আমেদাবাদ থেকে পুণে অবধি এটি বরোদা ইলেক্ট্রিক লোকো শেডের ডব্লিউএপি-৭ বা ডব্লিউএপি-৫ লোকোমোটিভের মাধ্যমে যায়। এরপর পুণে থেকে তিরুচিরাপল্লী অবধি পুণে ডিজেল লোকো শেড ডব্লিউএপি-৪ডি লোকোমোটিভ দ্বারা চলে।

পথ ও যাত্রাবিরতি

সম্পাদনা
  1. উভয় দিকে সপ্তাহে এক দিন

তথ্যসূত্র

সম্পাদনা