শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়
শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় (ইংরেজি: Sholak Victoria Secondary School) বরিশাল জেলার উজিরপুর উপজেলার একটি প্রাচীন মাধ্যমিক বিদ্যালয়। ১৯৮৭ সালে জুনিয়র স্কুল হিসেবে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।[১]
শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় Sholak Victoria Secondary School | |
---|---|
অবস্থান | |
শোলক, উজিরপুর উপজেলা | |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় |
প্রতিষ্ঠাকাল | ১৮৯৯ |
প্রতিষ্ঠাতা | সতীশ চন্দ্র সেন মজুমদার |
অবস্থা | চালু |
বিদ্যালয় বোর্ড | বরিশাল বোর্ড |
বিদ্যালয় জেলা | বরিশাল জেলা |
ইআইআইএন | ১০১০২১ |
প্রধান শিক্ষক | মোঃ মোজাম্মেল হোসেন |
কর্মকর্তা | ০৩ জন |
শিক্ষকমণ্ডলী | ১২ জন |
শিক্ষার্থী সংখ্যা | ৪০০ (প্রায়) |
শ্রেণি | ৬ষ্ঠ-১০ম |
ক্যাম্পাসসমূহ | ০১টি |
আয়তন | ৮.৩৫ একর (৩৩,৮০০ মি২) |
ক্যাম্পাসের ধরন | গ্রাম্য |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনা১৮৮৭ সালে শোলক গ্রামে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সতীশ চন্দ্র সেন মজুমদার বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন।[২] বিদ্যালয়টি ১৮৯৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি লাভ করে এবং কলকাতার মহারানী ভিক্টোরিয়ার নাম অনুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয়।[৩] ১৯০১ সালে বিদ্যালয়টি থেকে শিক্ষার্থীরা প্রথম এন্ট্রান্স পরীক্ষায় অংশগ্রহণ করে। এইজন্য ১৮৯৯ সালকে বিদ্যালয়টির মাধ্যমিক স্বীকৃতি লাভের বছর হিসেবে বিবেচনা করা হয় এবং পরবর্তীকাল থেকে ১৮৯৯ সালকেই বিদ্যালয়ের প্রতিষ্ঠা সাল হিসেবে উল্লেখ করা হয়।[৪] বিদ্যালয় এর এক হিন্দু প্রধান শিক্ষক স্কুল থেকে পালিয়ে যায় যার ফলে পরপর দুই বছর বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারেনি। ফলে কলকাতা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের স্বীকৃতি বাতিল করে। পরবর্তীতে ১৯৫০ সালে স্থানীয় মুসলমান ও হিন্দু জনগোষ্ঠীর দ্বারা বিদ্যালয়টি পুনরায় চালু হয়।[২]
অবস্থান
সম্পাদনাবিদ্যালয়টি বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের শোলক গ্রামে অবস্থিত।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ অনলাইন ডেস্ক (২০২৪-০৪-০৮)। "শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১২৫ বর্ষপূর্তি উদযাপন"। বাংলা ভিশন।
- ↑ ক খ "শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়"। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২১।
- ↑ বরিশাল প্রতিনিধি, উজিরপুর (২০২৪-০৫-১৯)। "উজিরপুর শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত জমি উচ্ছেদের নামে বসত ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ"। বাংলর কন্ঠস্বর। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২১।
- ↑ শাকিল মাহমুদ, বরিশাল (২০২৪-০৪-০৯)। "শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১২৫ বর্ষপূর্তি উদযাপন"। সময় সংবাদ। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২১।