শোভা রানী ত্রিপুরা

শোভা রানী ত্রিপুরা হলেন একজন বাংলাদেশি শিক্ষক ও লেখক যিনি ২০১৭ সালে বেগম রোকেয়া পদক লাভ করেছিলেন।

শোভা রানী ত্রিপুরা
জন্ম (1959-02-02) ২ ফেব্রুয়ারি ১৯৫৯ (বয়স ৬৫)
জাতীয়তাবাংলাদেশি
পেশাশিক্ষক
লেখক
দাম্পত্য সঙ্গীমংছেন চীং মংছিন (বি. ১৯৮৪; মৃ. ২০১৯)
সন্তান
পুরস্কারবেগম রোকেয়া পদক ২০১৭

শোভা রানী ত্রিপুরা ১৯৫৯ সালের ২ ফেব্রুয়ারি রাঙামাটিতে জন্মগ্রহণ করেন।[] তিনি পাহাড়ে বসবাসকারী জাতিগোষ্ঠীদের নিয়ে অনেক বই রচনার পাশাপাশি ছোটগল্প, উপন্যাস ও নাটক রচনা করেছেন।[] তিনি মহলছড়ি চৌঙরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।[]

শোভা রানী ত্রিপুরা ১৯৮৪ সালে মংছেন চীং মংছিনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।[] মংছেন চীং মংছিন ২০১৬ সালে একুশে পদক লাভ করেছিলেন।[] তাদের সংসারে দুইটি কন্যা সন্তানের জন্ম হয়েছিল।[]

শোভা রানী ত্রিপুরা ২০১৭ সালে বেগম রোকেয়া পদক লাভ করেছিলেন।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Five receive Rokeya Padak"ঢাকা ট্রিবিউন। ৯ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক মংছেনচিং আর নেই"বিডিনিউজ২৪.কম। ৭ সেপ্টেম্বর ২০১৯। ২৩ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৯ 
  3. "PM hands Ekushey Padak 2016"দ্য ডেইলি স্টার। ২০ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৯ 
  4. "একুশে পদকপ্রাপ্ত লেখক মংছেনচীং মংছিন আর নেই"ডিবিসি নিউজ। ৭ সেপ্টেম্বর ২০১৯। ১৩ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৯ 
  5. "Five get Rokeya Padak"The Financial Express। ৯ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৯