শোভাবাজার রাজবাড়ি
ভারতের রাজবাড়ি
শোভাবাজার রাজবাড়ি পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত একটি রাজবাড়ি। রাজা নবকৃষ্ণ দেব রাজবাড়িটি নির্মাণ করেন। এই বাড়িতে কলকাতা শহরের সবথেকে পুরোনো দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পরে রাজা নবকৃষ্ণ দেব শোভাবাজার রাজবাড়িতে এই দুর্গাপুজো শুরু করেন।[১][২]
শোভাবাজার রাজবাড়ি | |
---|---|
লুয়া ত্রুটি মডিউল:অবস্থান_মানচিত্ এর 480 নং লাইনে: নির্দিষ্ট অবস্থান মানচিত্রের সংজ্ঞা খুঁজে পাওয়া যায়নি। "মডিউল:অবস্থান মানচিত্র/উপাত্ত/gps" বা "টেমপ্লেট:অবস্থান মানচিত্র gps" দুটির একটিও বিদ্যমান নয়। | |
প্রাক্তন নাম | বড় রাজবাড়ি |
সাধারণ তথ্যাবলী | |
অবস্থা | বর্তমানে বসবাস যোগ্য ইমারত |
অবস্থান | kolkata |
ঠিকানা | ৩৩ এবং ৩৫ নং রাজা নবকৃষ্ণ স্ট্রিট |
শহর | কলকাতা |
দেশ | ভারত |
বর্তমান দায়িত্ব | alok nath Deb |
নির্মাণ শুরু | মূখ্য ইমারৎ টি সম্ভবত ইং ১৭৫৭ সনের , নাট মন্দিরটি ইং ১৮৩০ সনের। |
স্বত্বাধিকারী | বসবাসের যোগ্য রাজবাড়িটি রাজ পরিবারের মালিকানাধীন, নাট মন্দিরটি কলকাতা মিউনিসিপাল করপোরেশনের অধীনে। |
শোভাবাজার নাট মন্দির
সম্পাদনাউত্তর কলকাতার রাজা নবকৃষ্ণ স্ট্রিটে অবিস্থত শোভাবাজার রাজবাড়ির [২] মন্দির। ২৪ আগস্ট এই মন্দিরে কলকাতা শহরের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয় যা সুতানুটি উৎসব নামে পরিচিত। এই উৎসব সুতানুটি পরিষদ দ্বারা পরিচালিত হয়। শোভাবাজার নাটমন্দির ও রাজবাড়িটি পুরোনো কলকাতার স্থাপত্যরীতি সংক্রান্ত ও ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ এবং বিশেষভাবে উল্লেখযোগ্য।
চিত্রশালা
সম্পাদনা-
শোভাবাজার রাজবাড়ির বাতিদান
-
শোভাবাজার রাজবাড়ির তুলসী মঞ্চ
-
শোভাবাজার রাজবাড়িতে মাটির দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে