শৈলেন মান্না স্টেডিয়াম

হাওড়া পৌরনিগম স্টেডিয়াম হল হাওড়া শহরের একটি ফুটবল স্টেডিয়াম।এই স্টেডিয়ামের দাপ্তরিক নাম হল শৈলেন মান্না স্টেডিয়াম।১ সেপ্টেম্বর শতাব্দীসেরা এই ফুটবলারের ৯০তম জন্মদিন৷ তার আগের দিন বিকেলে হাওড়া কর্পোরেশন স্টেডিয়াম তার নামেই করে দেওয়া হয়েছে। [] ৩১ অগস্ট স্টেডিয়ামের নতুন নামকরণ উপলক্ষ্যেই সেখানে খেলা হয়েছিল মোহনবাগান ও হাওড়া মেয়র একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ৷

হাওড়া পৌরনিগম স্টেডিয়াম[]
হাওড়া ময়দানে হাওড়া পৌরনিগম স্টেডিয়াম
মানচিত্র
অবস্থানহাওড়া, হাওড়া জেলা,কলকাতা মহানগর অঞ্চল, পশ্চিমবঙ্গ
মালিকহাওড়া পৌরনিগম
ধারণক্ষমতা১৫,০০ []
উপরিভাগঘাস
ভাড়াটে
Howrah Rugby Crows (rugby union)

কলকাতা মেট্রো রেলের ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডর নির্মানের জন্য স্টেডিয়ামটি বন্ধ করা হয়েছিল। পড়ে তা শহরবাসীর উদ্দোগে চালু হয় তবে আপাতত ১০-১২ হাজার দর্শকাসন থাকলেও, পরে মেট্রোর কাজ শেষ হয়ে গেলে এখানে প্রায় ২০ হাজার দর্শকাসন হবে৷ স্টেডিয়ামে ফ্লাডলাইট বসানোর কথা চলছে।

স্টেডিয়ামের দু'টি ব্লকের নামকরণ করা হয়েছে দুই প্রাক্তন নামী ফুটবলার-সুদীপ চট্টোপাধ্যায় ও অমিয় বন্দ্যোপাধ্যায়ের নামে৷

তথ্যসূত্র

সম্পাদনা