শেলীনা আফরোজা

বাংলাদেশি সরকারি কর্মকর্তা

ড. শেলীনা আফরোজা একজন বাংলাদেশি সাবেক সরকারি কর্মকর্তা যিনি জীবন বীমা কর্পোরেশনের চেয়ারম্যান ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। ইতিপূর্বে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় জনসংখ্যা গবেষণা ও ট্রেনিং ইনস্টিটিউটের (নিপোর্ট) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।[১][২]

ডক্টর
শেলীনা আফরোজা
জীবন বীমা করপোরেশনের চেয়ারম্যান
কাজের মেয়াদ
৮ জানুয়ারি ২০১৭ – ৯ ফেব্রুয়ারি ২০২০
উত্তরসূরীমাকসুদুল হাসান খান
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব
কাজের মেয়াদ
১২ সেপ্টেম্বর ২০১৩ – ৭ অক্টোবর ২০১৫
পূর্বসূরীউজ্জল বিকাশ দত্ত
উত্তরসূরীমাকসুদুল হাসান খান
ব্যক্তিগত বিবরণ
দাম্পত্য সঙ্গীআবদুল হান্নান
প্রাক্তন শিক্ষার্থীকরাচি বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়
কলকাতা বিশ্ববিদ্যালয়
পেশাসরকারি কর্মকর্তা

প্রারম্ভিক জীবন সম্পাদনা

শেলীনা আফরোজা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্সসহ মাস্টার্স, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৪-১৯৯৫ সালে এমফিল এবং করাচী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫-২০০৯ সালে পাবলিক এডমিনিসট্রেসনে পিএইচডি ডিগ্রী লাভ করেন।

তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব এবং রাষ্ট্রদূত আবদুল হান্নানের স্ত্রী। তার দুই পুত্র নাবিল অয়ন হান্নান এবং শারজিল আপন হান্নান।

কর্মজীবন সম্পাদনা

শেলীনা আফরোজা বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা হিসেবে চাকুরিজীবন শুরু করেন। প্রশাসনের বিভিন্ন স্তরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুত বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পার্লামেন্ট সচিবালয় এবং ঢাকা ও গাজীপুর জেলা প্রশাসনে দায়িত্ব পালন করেন।[২]

তিনি ৮ জানুয়ারী ২০১৭ সাল থেকে ৮ ফেব্রুয়ারি ২০২০ সাল পর্যন্ত জীবন বীমা কর্পোরেশনের চেয়ারম্যান ও ১২ সেপ্টেম্বর ২০১৩ থেকে ৭ অক্টোবর ২০১৫ সাল পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[৩][৪]

তিনি যুগ্ম সচিব হিসেবে শিল্প মন্ত্রণালয়ে ও উপসচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করেছেন। তিনি যুগ্মসচিব হিসেবে শিল্প মন্ত্রণালয়ে এবং উপসচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।[১][২]

সিভিল সার্ভিসে যোগ দেয়ার আগে তিনি বিশ্বব্যাংকের একটি প্রকল্পে আর্থসামাজিক গবেষণা কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। মস্কোয় বাংলাদেশ দূতাবাস এবং অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে কূটনীতিবিদ হিসেবে নিয়োজিত ছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. নিজস্ব প্রতিবেদক (২৬ জানুয়ারী ২০১৭)। "শেলীনা আফরোজা জীবন বীমা করপোরেশনের চেয়ারম্যান"দৈনিক প্রথম আলো। ২৮ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২০ 
  2. "ড. শেলীনা আফরোজা জীবন বীমা কর্পোরেশনের চেয়ারম্যান"দৈনিক ভোরের কাগজ। ১৮ জানুয়ারী ২০১৭। ২৮ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২০ 
  3. "মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ঃ সাবেক সচিবগণের তালিকা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৬ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২০ 
  4. "জীবন বীমা কর্পোরেশন-পরিচালনা পর্ষদ"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৫ ফেব্রুয়ারি ২০২০। ২৭ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২০