শেখ হিশাম-উদ-দ্বীন

ভারতীয় স্বাধীনতা সংগ্রামী

শেখ হিশাম-উদ-দ্বীন ছিলেন ভারতীয় উপমহাদেশের ইতিহাসের এক ব্যক্তিত্ব এবং সর্বভারতীয় মজলিস-এ-আহরার-উল-ইসলামের নেতা। [১] ভারত বিভাগের পরে তিনি রাজনীতি ছেড়ে মজলিস-ই-আহরার-ই-ইসলাম পাকিস্তানের প্রধান সৈয়দ আতা উল্লাহ শাহ বুখারীকে নিয়ে খতম-এ-নুবুওয়াত আন্দোলনের পক্ষে লড়াই চালিয়ে যান। ১৯৫৩ সালে তেহরিক-ই-খতমে নবুওয়াত আন্দোলনে তাঁর ভূমিকা ছিল। [২] ১৯৫৮ সালে, আহরার আবার সংগঠিত হয়। এ সময় শেখ হিসাম-উদ্দিন মজলিস-এ-আহরার-ই-ইসলাম পাকিস্তানের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Mushirul (২০০৮)। Towards Freedom: Documents on the Movement for Independence in India, 1939। Oxford University Press। পৃষ্ঠা 1253। আইএসবিএন 978-0-19-569651-6 
  2. REPORT of THE COURT OF INQUIRY constituted under PUNJAB ACT II OF 1954 to enquire into the PUNJAB DISTURBANCES OF 1953