শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ (ইন্দোনেশিয়া)

শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ (আরবি: جامع الشيخ زايد الكبير‎‎) ইন্দোনেশিয়ার সুরাকাটায় অবস্থিত ও ইন্দোনেশিয়ার অন্যতম একটি উপাসনাল। মসজিদটির নামকরণ করা হয়েছে আরব আমিরাতের প্রয়াত রাষ্ট্র প্রধান শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নামানুসারে।[১][২][৩]

শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ, ইন্দোনেশিয়া
অবস্থান সুরাকাটা,ইন্দোনেশিয়া
শাখা/ঐতিহ্য সুন্নি
মালিকানা সরকার
স্থাপত্য তথ্য
ধরন আধুনিক ইসলামি স্থাপত্যকলা
ধারণক্ষমতা ১০,০০০ হাজারের বেশি
গম্বুজ ৫৬টি গম্বুজ ও ৩২টি দীর্ঘকায় স্তম্ভ
মিনার ৪টি
নির্মাণ খরচ ২০ মিলিয়ন ডলার

নির্মাণ ইতিহাস সম্পাদনা

মসজিদটি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত শেখ জায়েদ মসজিদ-এর স্থাপত্যশৈলী অনুসরণ করে নির্মাণ করা হয়েছে। ১৪ নভেম্বর ২০২২ নান্দনিক মসজিদের উদ্বোধন করেন দেশটির রাষ্ট্রপতি জোকো উইদোদো। উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি জায়েদ বিন সুলতান আল নাহিয়ানও উপস্থিত ছিলেন।[১] মসজিদটি ৩ হেক্টর জমিতে নির্মাণ হয়। ২০২১ সালের মাঝামাঝি এর নির্মাণকাজ শুরু হয়। সংযুক্ত আরব আমিরাতের আমির এ মসজিদটিকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতিকে উপহার দেন।[৪][৫]

নকশা সম্পাদনা

এ মসজিদের নকশা শেখ জায়েদ মসজিদ এর স্থাপত্যশৈলী অনুসরণ করে নির্মাণ করা হয়েছে। তবে মসজিদের নকশায় ঐতিহ্যবাহী ইন্দোনেশীয় স্থাপত্যসৌকর্যের উপস্থিতিও রাখা হয়েছে। মসজিদটিতে ৫৬টি গম্বুজ, ৪টি মিনার ও ৩২টি দীর্ঘকায় স্তম্ভ রয়েছে।[১][৬]

ধারণ ক্ষমতা সম্পাদনা

মসজিদটিতে একসাথে ১০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে।[১]

ভবিষ্যত পরিকল্পনা সম্পাদনা

মসজিদটি ইবাদতস্থলের পাশাপাশি ইসলামী শিক্ষাকেন্দ্র ও ধর্মীয় পর্যটন হিসাবে ব্যবহার হবে।[১]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইন্দোনেশিয়ায় নান্দনিক একটি মসজিদ উদ্বোধন"নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৯ 
  2. "President Sheikh Mohamed attends inauguration of Sheikh Zayed Grand Mosque in Indonesia"দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। ২০২২-১১-১৪। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৯ 
  3. "Look: Stunning new mosque in Indonesia looks exactly like UAE's Sheikh Zayed Mosque"খালিজ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৯ 
  4. "ইন্দোনেশিয়াকে মসজিদ উপহার"www.jugantor.com। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৯ 
  5. "UAE President Mohamed bin Zayed inaugurates Sheikh Zayed Grand Mosque in Indonesia"আরব নিউজ (ইংরেজি ভাষায়)। ২০২২-১১-১৪। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৯ 
  6. "UAE President inaugurates Sheikh Zayed Grand Mosque in Indonesia"আল আরাবিয়া ইংরেজি (ইংরেজি ভাষায়)। ২০২২-১১-১৪। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৯