শেকসপিয়রীয় কমেডি

ফার্স্ট ফোলিও-তে উইলিয়াম শেকসপিয়রের নাটকগুলিকে তিনটি বর্গে বিন্যস্ত করা হয়েছে: কমেডি, ইতিহাসাশ্রয়ীট্র্যাজেডি;[১] আধুনিক গবেষকেরা চতুর্থ একটি বর্গকে চিহ্নিত করেন: "রোম্যান্স নাটক"। শেষোক্ত বর্গটির মাধ্যমে শেকসপিয়রের শেষ জীবনের রচিত নাটকগুলির এক নির্দিষ্ট কমেডি শৈলীকে বোঝায়।[২]

দ্য ডুয়েল সিন ফ্রম 'টুয়েলফথ নাইট' বাই উইলিয়াম শেকসপিয়র, উইলিয়াম পাওএল ফার্থ অঙ্কিত (১৮৪২)

নাটক সম্পাদনা

১৬২৩ সালে প্রকাশিত ফার্স্ট ফোলিও-তে "কমেডি" শিরোনামে অন্তর্ভুক্ত নাটকগুলির তালিকা নিচে দেওয়া হল; সেই সঙ্গে দুই কোয়ার্টো প্রকাশনায় প্রকাশিত নাটকগুলিও (দ্য টু নোবল কিনসমেনপেরিক্লিস, প্রিন্স অফ টায়ার) অন্তর্ভুক্ত হল। শেষোক্ত নাটক দু'টি ফার্স্ট ফোলিওতে অন্তর্ভুক্ত না হলেও সাধারণভাবে শেকসপিয়রের রচনা বলেও স্বীকৃত। একটি তারকা-চিহ্নিত (*) নাটকগুলিকে বর্তমানে সাধারণভাবে "রোম্যান্স নাটক" এবং দু'টি তারকা-চিহ্নিত (**) নাটকগুলি "সমস্যাশ্রয়ী নাটক" হিসেবে পরিচিত।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Wells 2011, পৃ. 105।
  2. O'Connell 2006, পৃ. 215।

গ্রন্থপঞ্জি সম্পাদনা

টেমপ্লেট:Shakespeare's plays টেমপ্লেট:Comedy footer