শিমুলবাড়ী বঙ্গবন্ধু সরকারি কলেজ
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
শিমুলবাড়ি বঙ্গবন্ধু সরকারি কলেজ হলো নীলফামারীর শিমুলবাড়িতে অবস্থিত একটি সরকারি কলেজ ।
পরিচিতি
সম্পাদনাএই প্রতিষ্ঠানটি উত্তরবঙ্গের ক্ষনজন্মা জননেতা ও প্রয়াত সাংসদ মরহুম আজাহারুল ইসলামের নাম স্মরণ করিয়ে দেয়। একাধারে তিনিই প্রথম উদ্দোক্তা ও প্রতিষ্ঠাতা। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে তাঁরই উদ্দ্যোগে ও এলাকাবাসীর সহযোগীতায় ১৯৯৪ সালে ৭ মার্চে এই প্রতিষ্ঠান একটি প্রাতিষ্ঠানিক রুপলাভ করে ।তিনিই এই প্রতিষ্ঠানের নামকরন জাতীর জনকের নামে প্রতিষ্ঠিত করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনুসারে এই কলেজের নাম করা হয় " শিমুলবাড়ী বঙ্গবন্ধু মহাবিদ্যালয়"। ২০২১ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলেজটি জাতীয়করণ ঘোষণা করেন।যা ৩০ সেপ্টেম্বর ২০২১, ১ম খন্ড, ৫৮৮ নংপৃষ্টায় বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়।
একাডেমিক
সম্পাদনাবর্তমানে কলেজটিতে ডিগ্রী কোর্স এবং সম্মান কোর্স চালু রয়েছে। ডিগ্রী কোর্সগুলো হলো বি এস এস, বিএ। সম্মান কোর্সগুলো হলো ইতিহাস সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা।