শিবাজী সতম
শিবাজী সতম (জন্ম: ২১ এপ্রিল ১৯৫০) একজন ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা ৷ পেশায় তিনি ব্যাংক অফিসার হলেও, বহু হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অভিনয় করেছেন ৷ হিন্দিতে তার কিছু বিখ্যাত বলিউড চলচ্চিত্রের মধ্যে অন্যতম হল "বাস্তব", "চায়না গেট", "গোলাম-ই-মোস্তফা", "নায়ক", "সুরিয়াভানশম", "হা তু তু"। মারাঠি চলচ্চিত্রে, "উত্তরায়ণ" চলচ্চিত্রের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন ৷ কিন্তু তিনি এর চেয়েও অধিক পরিচিতি লাভ করেন সনি টিভি চ্যানেলের অতি পরিচিত টিভি সিরিয়াল "সিআইডি"তে অভিনয়ের মাধ্যমে ৷ [১]
শিবাজী সতম | |
---|---|
![]() শিবাজী সতম | |
জন্ম | ২১ এপ্রিল ১৯৫০ |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৮৫- বর্তমান |
পরিচিতির কারণ | ভারতীয় টিভি সিরিয়াল "সি.আই.ডি" এর এ.সি.পি প্রদ্দুমন |
প্রাথমিক জীবনসম্পাদনা
শিবাজী সতম পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে স্নাতক পাশ করেন এবং পরবর্তীতে "ব্যাবসায় প্রশাসন" বিষয়ে ডিপ্লোমা করেন৷ এরপর তিনি "সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া" তে প্রধান ক্যাশিয়ার পদে যুক্ত হন ৷ ব্যাংকে ছুটির দিনগুলোতে তিনি থিয়েটারে সময় কাটাতে পচ্ছন্দ করতেন। "ইন্টার ব্যাংক স্টেজ কম্পিটিশন" এ প্রথম তার অভিনয়ের মেধা পরিচিতি পায় ৷
চলচ্চিত্রসম্পাদনা
- চায়না গেট
- বাস্তব
- সুরিয়াভানসাম
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Dr. Vijayakar, Rajiv (মে ২০০২)। "Shivaji Satam: Awards boost your ego!"। Rediff.com। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৩।