শিবসাগর বিধানসভা কেন্দ্র
আসামের বিধানসভা কেন্দ্র
শিবসাগর বিধানসভা কেন্দ্র আসাম বিধানসভার ১২৬ টি আসনের মধ্যে একটি আসন।[১] এটি যোরহাট লোকসভা কেন্দ্রের অধীন একটি বিধানসভা সমষ্টি।[২][৩]
শিবসাগর | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
![]() যোরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে শিবসাগর বিধানসভা কেন্দ্রের অবস্থান | |
রাজ্য | আসাম |
বিভাগ | উজান অসম |
জেলা | শিবসাগর |
কেন্দ্র নং. | ১০৮ |
লোকসভা কেন্দ্র | যোরহাট |
নির্বাচনী বছর | ২০২১ (সর্বশেষ) |
বিধানসভা সমষ্টির নাম | শিবসাগর |
সরকার | |
• ধরন | বিধানসভা কেন্দ্র |
• শাসক | বিধায়ক |
• বিধায়ক | অখিল গগৈ (রাইজর দল) |
বিধানসভার সদস্যগণ
সম্পাদনাবিধায়ক অখিল গগৈ
নির্বাচন | বিধায়ক | দল | সময়কাল | |
---|---|---|---|---|
১৯৫১ | থানুরাম গগৈ | কংগ্রেস | ১৯৫১-১৯৫৭ | |
১৯৫৭ | গিরিন্দ্র নাথ গগৈ | কংগ্রেস | ১৯৫৭-১৯৬৭ | |
১৯৬১ | ||||
১৯৬৭ | প্রমোদ গগৈ | কমিউনিস্ট পার্টি |
১৯৬৭-১৯৮৩ | |
১৯৭২ | ||||
১৯৭৮ | ||||
১৯৮৩ | দেবেন্দ্র কোঁয়ার | কংগ্রেস | ১৯৮৩-১৯৮৫ | |
১৯৮৫ | প্রদীপ গগৈ | নির্দল | ১৯৮৫-১৯৯১ | |
১৯৯১ | প্রমোদ গগৈ | কমিউনিস্ট পার্টি |
১৯৯১-২০০১ | |
১৯৯৬ | ||||
২০০১ | প্রণব গগৈ [৫][৬] | কংগ্রেস | ২০০১-২০২১ | |
২০০৬ | ||||
২০১১ | ||||
২০১৬ | ||||
২০২১ | অখিল গগৈ [৭] | রাইজর দল | ২০২১- বর্তমান পর্যন্ত |
নির্বাচনী ফলাফল
সম্পাদনা২০২১ আসাম বিধানসভা নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
রাইজর দল | অখিল গগৈ | ৫৭২১৯ | ৪৬.০৬ | ০ | |
বিজেপি | সুরভী রাজকোঁয়ার | ৪৫,৩৪৪ | ৩৬.৫ | -৫.৮৯ | |
কংগ্রেস | শুভ্রমিতা গগৈ | ১৯,৩২৯ | ১৫.৫৬ | –২৭.৩ | |
এনসিপি | অজিত হাজারিকা | ৪৩৪ | ০.৩৫ | ০ | |
স্বতন্ত্র | রূপা বরা | ৮১৯ | ০.৬৬ | ০ | |
স্বতন্ত্র | হেমন্ত বরুয়া | ৪৩৫ | ০.৩৫ | ০ | |
উপরের কোনটিই নয় | কেউ নেই | ৬৩৯ | ০.৫১ | –০.২৭ | |
সংখ্যাগরিষ্ঠতা | ১১,৮৭৫ | ৯.৫৬ | |||
ভোটার উপস্থিতি | ১,২৪,২১৯ | ৮১.৯ | −০.০৯ | ||
নিবন্ধিত ভোটার | ১,৫১,৬৭৫ |
২০১৬ আসাম বিধানসভা নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
কংগ্রেস | প্রণব গগৈ | ৪৮,৫৮৪ | ৪২.৮৬ | -৮.৫৫ | |
বিজেপি | সুরভী রাজকোঁয়ার | ৪৮,০৪২ | ৪২.৩৯ | +৩৬.৭১ | |
স্বতন্ত্র | আশিনি চেতিয়া | ১০,১৮৮ | ৮.৯৮ | ০ | |
সিপিআই | জিতেন গোঁহাই | ২,১৭৪ | ১.৯১ | -৪.৬ | |
স্বতন্ত্র | জয়ন্ত রাজকোঁয়ার | ১,৫০৬ | ১.৩২ | ০ | |
স্বতন্ত্র | আনোয়ার হোসেন | ৭২২ | ০.৬৩ | ০ | |
সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা | দিলশাদ হোসেন আহমেদ | ৬৬৩ | ০.৫৮ | -০.৫২ | |
এল.ডি.পি | গুনিন বসুমাতারী | ৫৫৯ | ০.৪৯ | ০ | |
উপরের কোনটিই নয় | কেউ নেই | ০.৭৮ | ০ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৫৪২ | ০.৪৭ | −১৭.৬৫ | ||
ভোটার উপস্থিতি | ১,১৩,৩৩১ | ৮১.৯৯ | +১০.৫২ | ||
নিবন্ধিত ভোটার | ১,৩৮,২২৫ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নির্বাচনী ক্ষেত্রের সীমানা পুনরনির্ধারণ আদেশ – ২০০৮"। ভারতের নির্বাচন কমিশন। ২৬ নভেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৪।
- ↑ "বিধানসভা কেদ্রসমূহের তালিকা,সাথে তাদের লোকসভা কেন্দ্রসমূহ" (পিডিএফ)। নির্বাচন কমিশনের আধিকারিক ওয়েবসাইট। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৪।
- ↑ "আসামের মানচিত্র: জেলাভিত্তিক, বিধানসভা ও লোকসভা ভিত্তিক" (পিডিএফ)। নির্বাচন কমিশনের আধিকারিক ওয়েবসাইট। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৪।
- ↑ "শিবসাগর বিধানসভা কেন্দ্রের ফলাফল এবং বিধায়করা"। রেজাল্ট ইউনিভার্সিটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৪।
- ↑ "আসাম বিধানসভা নির্বাচন-২০১৬ ফলাফল।শিবসাগর"। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৪।
- ↑ "সিবসাগরের প্রাক্তন বিধায়ক প্রণব গগৈ আর নেই"। নর্থইস্ট নাও (ইংরেজি ভাষায়)। ৪ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৪।
- ↑ কুমার নাথ, হেমন্ত (৪ মে ২০২১)। "জেলে থেকেও জয়লাভ অখিল গগৈর, দলে একমাত্র"। ইন্ডিয়া টুডে (ইংরেজি ভাষায়)। গুয়াহাটি। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৪।
- ↑ "নির্বাচনী ফলাফল: ২০২১ আসাম বিধানসভা নির্বাচন" (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৪।
- ↑ "নির্বাচনী ফলাফল: ২০১৬ আসাম বিধানসভা নির্বাচন" (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৪।