শিখা ট্যান্ডন
ভারতীয় সাঁতারু
শিখা ট্যান্ডন (জন্ম জানুয়ারী ২০, ১৯৮৫) ভারতের বেঙ্গালুরুর একজন সাতারু। [১] ট্যান্ডন ১৪৬টি জাতীয় পদক ও ৩৬টি আন্তর্জাতিক পদক জিতেছেন, যার মধ্যে ৫টি সোনা আছে। [১]
ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | শিখা ট্যান্ডন |
জাতীয় দল | ভারত |
জন্ম | ১২ জানুয়ারি ১৯৮৫ |
মাতৃ-শিক্ষাপ্রতিষ্ঠান | জৈন বিশ্ববিদ্যালয়, বেঙ্গালুরু |
ক্রীড়া | |
কলেজ দল | জৈন বিশ্ববিদ্যালয় |
পেশাগত জীবন
সম্পাদনা১২ বছর বয়সে একটি রাজ্য প্রতিযোগিতায় উনি প্রথম নজর কাড়েন ও ওনাকে দুটি বিভাগে জাতীয় স্তরে নামানো হয়, যার মধ্যে উনি একটি ব্রোঞ্জ জেতেন। ১৩ বছর বয়সে উনি প্রথম এশিয়ান গেমস ও ১৬ তে প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন। [১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ Nandini Narayanan (৬ জুলাই ২০০৯), Who"s Who, India Today, সংগ্রহের তারিখ ২০১০-১০-১১