শাহরিয়ার মনজুর

বাংলাদেশী প্রোগ্রামিং প্রশ্নকর্তা ও প্রভাষক

শাহরিয়ার মনজুর (জন্ম: ১২ আগস্ট, ১৯৭৬) ইউভিএ অনলাইন জাজ এর একজন বিশিষ্ট প্রশ্নকর্তা (এলিট প্রবলেম সেটার)।তিনি মর্যাদাপূর্ণ কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা’ (আইসিপিসি) ২০০৩-২০১৬ এর আইসিপিসির চূড়ান্ত পর্বের বিচারক[১][২][৩][৪] এবং ২০০৩ ও ২০০৪ এর বাংলাদেশ জাতীয় প্রোগ্রামিং কনটেস্টের চূড়ান্ত পর্বের বিচারক ছিলেন। মাত্র ২৫ বছর বয়সে সর্বকনিষ্ঠ ও প্রথম এশীয় হিসেবে আইসিপিসির চূড়ান্ত পর্বের বিচারক ছিলেন শাহরিয়ার মনজুর। এছাড়া তিনি ২০০৪-২০১১ পর্যন্ত এসিএম আইসিপিসি ঢাকা সাইট এর বিচার পরিচালক (জাজিং ডিরেক্টর)[৫][৬] এবং এসিএম আইসিপিসি কুয়ালালামপুর আঞ্চলিক কনটেস্ট ২০১০ এর প্রধান বিচারক ছিলেন।

শাহরিয়ার মনজুর
জন্ম১২ আগস্ট ১৯৭৬
জাতীয়তা বাংলাদেশ
পেশাপ্রশ্নকর্তা (প্রবলেম সেটার) ও প্রভাষক
পরিচিতির কারণবিচারক, এসিএমআইসিপিসি;
প্রভাষক, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়

জন্ম ও শিক্ষাজীবন সম্পাদনা

শাহরিয়ার মনজুরের জন্ম ১৯৭৬ সালে। তার বাবা প্রকৌশলী এ এস এম মনজুর, মা শিক্ষক কাজী কামরুননাহার।[৭] তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার বিজ্ঞান ও কৌশল-এ স্নাতক ডিগ্রী অর্জন করেন।

কর্মজীবন সম্পাদনা

শাহরিয়ার মনজুর ২০০২ সাল হতে বর্তমান পর্যন্ত (২০২০) ঢাকার সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে শিক্ষকতা করছেন। বর্তমানে তিনি এ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও ২০০২ সাল হতে তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘এসিএম ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট’ (আইসিপিসি) এর এশিয়া অঞ্চলের একমাত্র বিচারক। এ পর্যন্ত তার রচিত ২৮০টির বেশি প্রশ্ন প্রোগ্রামিং কনটেস্টে ব্যবহৃত হয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ittefaq.Com"। Ebiz.ittefaq.com। এপ্রিল ২৩, ২০০৯। আগস্ট ১৫, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২০, ২০১১ 
  2. "::: Star Campus :::"। Thedailystar.net। এপ্রিল ২২, ২০০৯। সংগ্রহের তারিখ অক্টোবর ২০, ২০১১ 
  3. "Computer Jagat Portal:Article Destails"। Comjagat.com। নভেম্বর ৮, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২০, ২০১১ 
  4. "উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের অর্জন"। prothom-alo.com। সংগ্রহের তারিখ মে ১৮, ২০১৬ 
  5. "Press Conference"। Northsouth.edu। ২৮ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২০, ২০১১ 
  6. "Welcome to ACM-ICPC Asia Regional Dhaka Site"। Northsouth.edu। নভেম্বর ৬, ২০১০। ২৮ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২০, ২০১১ 
  7. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৩